বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ১১:১৯:১২

যেখানে তামিম, সেখানেই ভারতের শচীন!

যেখানে তামিম, সেখানেই ভারতের শচীন!

স্পোর্টস ডেস্ক: তামিম ও শচীন টেন্ডুলকার একটি জায়গায় একই অবস্থানে! লঙ্কানদের বিপক্ষে টেস্টের ওই দিনটি হতে পারতো তামিম ইকবালের। দুর্দান্ত ব্যাট করতে থাকা মেন্ডিসকে বিদায় করে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে। তারপর ব্যাট হাতে নেমে খেলতে থাকেন দাপটের সাথেই। স্বাগতিকদের কোন সুযোগ না দিয়েই আদায় করে নেন আরো একটি ফিফটি।

কিন্তু এরপরেই এমন এক ঘটনা ঘটলো, যা ক্রিকেটে বিরল। রান নিতে গেলেন কিপারের হাতে বল জমা রেখেই। ফলাফল একটি আত্মঘাতী উইকেটের পতন। যার ফলে দিন শেষে চারিদিকে সমালোচনার ঝড়। তবে তামিমের জন্য সান্তনা হতে পারেন ভারতের কিংবদন্তী সচিন। যিনি নিজেও বোকা বনেছেন একই ভাবে।

সেটা ছিল ১৯৯৬ সালের বিশ্বকাপ সেমিফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলছিল ভারত। ইডেনের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫১ রান করে লঙ্কা। জবাব দিতে নেমে ১ উইকেটে ৯৮ রানে পৌঁছায় ভারত।

সচিন টেন্ডুলকার তখন ৬৫ রানে ব্যাট করছিলেন। বল করছিলেন সনাথ জয়সুরিয়া। একটি বল লেগ সাইডে খেললেন সচিন। ভেবেছিলেন, কালুভিতারানাকে ফাঁকি দিয়েছে বল। তিনি রানের জন্য দৌঁড়ালেন। কিন্তু যখন বুঝতে পারলেন কালুভিতারানার হাতে বল, তখন আর ফেরার উপায় ছিল না। স্টাম্পিং হয়েছিলেন সচিন।

গতকাল অনেকটা একই প্রকারে রানআউট হয়েছেন তামিম ইকবাল। ৫৭ রানে ব্যাট করার সময় তিনিও বুঝতে পারেননি, বল উইকেটরক্ষক ডিকওয়েলার হাতে। রান নেয়ার জন্য দৌড় দিলেন; কিন্তু রানআউট হওয়ার পর নিজের নির্বুদ্ধিতায় নিজেই বোকা বনেছেন। ১১৮ রানের জুটি ভেঙে তামিমের আউট হওয়ার ধরন দেখে বাংলাদেশের সমর্থকরাও হতবাক।
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে