বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭, ০৩:২৯:৩৮

ফলোয়ান লজ্জা থেকে বেঁচেছে বাংলাদেশ, তবে সামনে ঠিকই বিপদের ঘণঘটা

ফলোয়ান লজ্জা থেকে বেঁচেছে বাংলাদেশ, তবে সামনে ঠিকই বিপদের ঘণঘটা

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পারফরমেন্সে বিপদ কেটেছে বাংলাদেশের। এ জুটি শত রানের পার্টনারশিপ গড়েছে। তবে দলের সংগ্রহ যখন ২৯৮ রান তখন কুশল পেরেরার বলে সাজঘরে ফিরেন মিরাজ। ৭৭ বলে পাঁচ বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি।

ক্রিজে আসেন তাসকিন আহমেদ। কিন্তু প্রথম বলেই মাঠ ছাড়েন পেরেরার বলে। ৮৫ রানে আউট হন মুশফিক। শেষ খবরে উইকেটে মুস্তাফিজ ও শুভাশিষ রায়। এর আগে সকালে শুরুতেই সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। লাকমলের বলে ফেরেন তিনি। আগের ইনিংসের সাথে ৫ রান যোগ করে ৭১ রানে মাঠ ছাড়েন এই ওপেনার।

এর কয়েক ওভার পর বিদায় হয়েছেন সাকিব আল হাসানও। লাকশান সান্দাকানের বাজে বলে বাজে শট খেলে ফিরে যান তিনি। এরপর ক্রিজে এসেছিলেন মাহমুদুল্লাহ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরে গেছেন লাহিরু কুমারার বলে।

একই অবস্থা ছিল লিটন কুমার দাসের। লঙ্কান অধিনায়ক হেরাথের বলে ফিরে গেছেন তিনি। সকালে ২ উইকেটে ১৩৩ রান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৪৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

শেষ খবর পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৯ উইকেটে ৩০৮ রান। এর ফলে ফলোয়ান লজ্জা থেকে বেঁচেছে বাংলাদেশ। তবে বিপদের ঘণঘটা কিন্তু জায়নি মোটেই।
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে