সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ১১:১৪:৪৮

আইপিএলে যোগ দিচ্ছে যে দুটি নতুন দল

আইপিএলে যোগ দিচ্ছে যে দুটি নতুন দল

স্পোর্টস ডেস্ক : আইপিএল নাইন ও টেনের জন্য নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই৷ লোধা কমিটির সুপারিশ মেনে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের দু’বছরের নির্বাসন বহাল রাখল মনোহর-অনুরাগের বোর্ড৷ ২০১৩ আইপিএল-এ গড়াপেটার জন্য সিএসকে ও আরআর-কে দু’ বছরের জন্য সাসপেন্ড করে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধ কমিশন৷ যদিও বোর্ডের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে দেয় এই কমিটি৷ রোববার বোর্ডের ওয়ার্কিং কিমিটির বৈঠকে এই দু’টি ফ্র্যাঞ্চাইজি দু’টির নির্বাসন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ফলে ২০১৬ এবং ২০১৭ আইপিএল-এ দেখা যাবে না চেন্নাই ও রাজস্থানকে৷ আর এই দুই দলের খেলোয়াড়দের নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড মিটিংয়ে৷ চেন্নাই ও রাজস্থানের পরিবর্তে দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য শীঘ্রই টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই৷ ২০১৭ দশম আইপিএল-এর পরই শেষ ফ্র্যাঞ্চাজির সঙ্গে বোর্ডের ১০ বছরের চুক্তি৷ ফলে ২০১৮ থেকে আবার নতুন করে চুক্তি হবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে৷ সেক্ষেত্রে ২০১৮ আইপিএল-এর একাদশ সংস্করণে দেখা যেতে পারে দশটি দলকে৷-কলকাতা ১৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে