আহত হয়েও অসাধারণ সাফল্য গলফার সিদ্দিকুরের
স্পোর্টস ডেস্ক: গলফ জগতে নিজের নাম লেখানোর পর থেকে একে একে সাফল্য পেয়ে যাচ্ছেন সিদ্দিকুর রহমান। তার এই সাফল্যের ফলে বিশ্ববাসী বাংলাদেশকে চিনছে নতুন করে।
দেশ সেরা এই গলফার চীনে ম্যাকাও ওপেনে দেখিয়েছেন বড় ধরনের সাফল্য। ৬ শট কম খেলেই যৌথভাবে ১৭তম হয়েছেন তিনি।
ম্যাকাও গলফ এ্যান্ড কাউন্টি ক্লাবে ১৫ অক্টোবর থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। তবে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন সিদ্দিকুর। পারের চেয়ে ৬ শট কম নিয়ে লিডারবোর্ডে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ঘটে বিপত্তি। হোঁচট খেয়ে ছিটকে পড়েছেন ৩০তম স্থানে। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন।
পরের দুই রাউন্ডে ৩ শট কম নিয়ে ১৩ ধাপ উপরে উঠে ১৭ নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন সিদ্দিকুর।
খেলায় পুরস্কার হিসেবে পেয়েছেন ১১ হাজার তিন শ’ ডলার।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর