আফ্রিকার বিপক্ষে জ্বলে উঠতে পারবে কি টাইগার বাহিনী?
আরিফুর রাজু : সময়ের ব্যবধানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন বেশ শক্তিশালী ক্রিকেট টিম। ক্রিকেটবোদ্ধাদের যুক্তিমতে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থানটা ইতিহাসের সবচেয়ে শক্ত অবস্থান। টাইগার বাহিনীর ধারালো নখের আঁচড়ে একের পর এক ক্ষত-বিক্ষত হয়েছে ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ গুলো। বাংলাদেশ যে ক্রিকেটে অন্য মাত্রায় পৌঁছেছে তা প্রমান মেলে গেল বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বাধীন টাইগারদের সাফল্যে। এর পর ভারত বদ ও ইন্ডিয়া বদের কথা সবারই জানা।
সম্প্রতি মুমিনুল হক ও নাসির হোসেনের নেতৃত্ব বাংলাদেশ ‘এ’ দল ভারত সফর করলেও তা থেকে আশানরুপ ফল পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টপঅর্ডারদের চরম ব্যার্থতার খেসারতে সিরিজে নাকানি-চুবানি খেতে হয়েছে সৌম্য-লিটনদের। সিরিজে দলের হয়ে দুই একজন খেলোয়াড় জ্বলে উঠতে চাইলেও ভারতীয় বোলারদের তোপের মুখে পরাস্ত হতে হয়েছে তাদের। টেস্টের ন্যায় ওয়ানডে সিরিজেও চরমভাবে পরাজয় বরণ করতে হয়েছিল বাংলাদেশ দলকে।
এছাড়াও নিরাশার খবর হচ্ছে ভারত সফরে ইনজুরিতে পড়তে হয়েছিল দলের বেশ কিছু খেলোয়াড়কে। বিশেষ করে তারকা পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের চোট ছিল গুরুতর। যার খেসারত স্বরুপ তারা এখনও অনিশ্চিয়তায় ভুগছেন জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারবে কিনা। মোট কথা ব্যর্থ ভারত সফর, ব্যর্থ মুমিনুলরা।
এবার মুমিনুলের বদলে শুভাগত হোম ও সৌম সরকারের নেতেৃত্বে বাংলাদেশ ‘এ’ দলকে দক্ষিণ-আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে পাঠানো হচ্ছে। শুভাগত হোমকে আফ্রিকা সফরে নেতৃত্ব দেয়া হয়েছে, কেন মুমিনুলকে নয়? এ ব্যপারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির নির্বাচক প্যানেল ম্বেবার হাবিবুল বাশার সুমন জানান, ‘মূলত একজন খেলোয়াড়কে ভবিষ্যতের জন্য নেতৃত্ব সম্পন্ন করে তুলতে ‘এ’ দলের দায়িত্ব দেয়া হয়। আর তাই এবার মুমিনুলের বদলে শুভাগত হোমকে সেই সুযোগ দেয়া হয়েছে।’
তিনি এও জানান শুভাগত হোমকে ভবিষ্যতে নেতৃত্বের জন্য গড়ে তোলা হচ্ছে এবং তিনি অনেকটা আশাবাদী শুভাগত হোমের ব্যাপারে।
তবে দুঃখের সংবাদ হল আফ্রিকা সফরে শুভাগত হোমের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল মিস করবে পেসার রুবেল হোসেন ও স্পিড মাস্টার তাসকিন আহমেদকে।
তারপরও সিরিজে সফলতা লাভের ব্যাপারে অনেকটা আশাবাদী শুভাগত। তিনি জানান, ‘দেশের জন্য তিনি সবকিছু বিলিয়ে দিবেন। এক মাত্র জয়ই তার কাম্য। ’
শুভাগত হোমের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ স্কোয়াড থাকছে সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিথুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।
এখন দেখার বিষয় সৌম্য-শুভাগতরা দেশ প্রেমে উজ্জ্বীবত হয়ে দেশের জন্য কতটুকু জ্বলে উঠতে পারবেন।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�