ইনজুরি লুকোচুরিতে দিশেহারা তাসকিন
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার পর থেকে একের পর এক ইনজুরিতে পড়তে হয়েছে বাংলাদেশ স্পিড মাস্টার তাসকিন আহমেদকে। এই ইনজুরির কারণেই ঠিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। একটু দেরী হলেও বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমান করতে বেশি সময় নেননি দেশ সেরা এই স্পিড মাস্টার।
সেই চলতি বছর ২১ জুন ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে দেখা গিয়েছিল তাসকিনকে। এর পর র্দীঘ দিন ইনজুরি কাটিয়ে ভারতের মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সফরে গেলেন তিনি। কিন্তু আবারো বাঁধ সাধলো সেই ইনজুরি। চোট পেয়ে দেশে ফিরে আসতে হল তাকে।
তবে, এ ইনজুরির কারণে হয়তো বা তার আসন্ন সিরিজ খেলা হবে না তার। তবে তাসকিন মনে করছেন, জিম্বাবুয়ে সিরিজে তার ফেরাটা প্রায়ই অনিশ্চিত ।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘আমি আমার সেরা চেষ্টা করব জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হওয়ার। শেষ সিরিজে থাকতে পারিনি ইনজুরির কারণে। আরেকটা সিরিজ শুরু হতে যাচ্ছে। এটা মিস করলে আমার জন্য দুঃখজনক হবে। পরপর দুটি সিরিজ ইনজুরির কারণে মিস হয়ে যাবে। তবে এটাও মাথায় রাখতে হবে দুটি সিরিজই তো জীবনের সবকিছু না। সামনে আরো অনেক খেলা আছে।’
জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে না খেলতে পারলেও স্বল্প পরিসরের টি-টোয়ান্টি ফেরার আশা প্রকাশ করেন দেশ সেরা এই পেসারের, বলেন, ‘পেসারদের জন্য সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।আমি চেষ্টা করব অবশ্যই জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরার। কারণ শুনেছি ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। যদি ওয়ানডেতে না হয় অন্তত টি-টোয়েন্টিতে যেন ফিরতে পারি।’
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর