স্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ফেঁসেছেন অনেক বিশ্বতারকা। বিশ্বের সেরা সেরা বোলারদের অনেকেই এই অভিযোগে অভিযুক্ত।
এই ধাক্কাটি আঘাত হানে টাইগার শিবিরেও। বাংলাদেশের তারকা বোলার সোহাগ গাজী টের পেয়েছেন এই যন্ত্রণা। বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পরে এখনো জাতীয় দলে ডাক পাননি তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস। তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছে আইসিসি।
এর আগে ২০০৮ সালে তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়। ২০১৩ সালেও একই অভিযোগ আনা হয়। ফের তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়।
এখন ১৪ দিনের মধ্যে বোলিংয়ে পরীক্ষা দিতে হবে তাকে। আর এই পরীক্ষার উপর নির্ভর করছে তার ক্রিকেট ভাগ্য।
১৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর