সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০২:১৬:০২

বাংলাদেশকে টেস্ট খেলায় পারদর্শী করতে ম্যাচ বাড়ানোর চেষ্টায় বিসিবি

বাংলাদেশকে টেস্ট খেলায় পারদর্শী করতে ম্যাচ বাড়ানোর চেষ্টায় বিসিবি

স্পোর্টস ডেস্ক: সেই ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট দলের অভিষেক হয়। প্রায় ১৩ বছর পার হয়ে গেলেও এখনো টেস্টে পুরোপুরি অভ্যস্ত হতে পারেনি টাইগাররা। এছাড়া টেস্টে বাংলাদেশের ফলাফলও খুবই নিম্মমানের। যার অন্যতম কারণ হচ্ছে ওয়ানডে ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটটা খেলার খুব একটা সুযোগ পায় না বাংলাদেশ। তবে এবার সেই ব্যাপারে সুখবর পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের সেই সমস্যা কাটাতে আরো বেশি টেস্ট খেলার দিকে নজর বিসিবি। রবিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছেন, ‘বর্তমান এফটিপিতে(ফিউচার ট্যুর প্ল্যান) আমাদের ৬৯টা টেস্ট ম্যাচ আছে। আমরা তাই আরো বেশি টেস্ট ম্যাচ খেলার চেষ্টায় আছি। সে লক্ষ্যেই, যেসব দেশের সাথে আমাদের পর্যাপ্ত টেস্ট ম্যাচ নেই, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। একইসাথে মনে রাখতে হবে, দুই দেশের সময়সূচি মিলে গেলেই কেবল নতুন সিরিজ আয়োজন করা সম্ভব হবে। ফাঁকা সময়ে অতিরিক্ত সিরিজ আয়োজনের ব্যাপারে আমরা কাজ করছি।’ আসন্ন ২০১৬ সালে আরো বেশি সিরিজ আয়োজনের সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘এফটিপিতে অন্যান্য বছরের তুলনায় ২০১৬ তে আমাদের ম্যাচ কম আছে। আমরা পরিকল্পনা করছি কীভাবে ম্যাচের সংখ্যা বাড়ানো যায়।' ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে