সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৬:৫৩:৫০

‘৬৯টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের’

‘৬৯টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক : বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ডিসেম্বরে বিপিএলের পর দেশের বাইরে সিরিজ খেলার ব্যাপারে ভারতসহ বেশকিছু দেশের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি বলেন, পাশাপাশি আগামী বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরেও দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজনেরও পরিকল্পনা করছে বিসিবি। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের ম্যাচগুলো ঢাকাতেই অনুষ্ঠিত হবে। বিসিবির প্রধান নির্বাহী একটি অনলাইন পোর্টালকে জানান, আগামী মাসে শুরু হবার কথা ঘরোয়া ক্রিকেটের একমাত্র টি টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের তৃতীয় আসর, যা শেষ হবে ডিসেম্বরের মাঝামাঝি। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে আন্তর্জাতিক সূচিতে আর টাইগারদের খেলা। তবে বিসিবির পরিকল্পনা, তার আগে আরো একটি সিরিজ আয়োজনের। তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমের খবর, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে ভারত। তবে ত্রিদেশীয় সিরিজের বিষয়ে কোনো আলোচনা না হলেও বেশ কিছু বোর্ডের সঙ্গে কথা চলছে। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ৬৯টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। অবশ্য আগামী বছর সেই সংখ্যাটা কম। নির্ধারিত সূচির বাইরেও খেলা আয়োজনের বিষয়ে অন্য বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। সীমিত ওভারের এ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকাতেই, জানালেন নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শেষ পর্যন্ত ভারতে ত্রিদেশীয় সিরিজ না হলেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের আলোচনা চলছে। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে