সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৭:০৮:০০

রুবেল-তাসকিনের পর এবার শফিউল

রুবেল-তাসকিনের পর এবার শফিউল

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের পেসার রুবেল, তাসকিন ও শফিউল। এর আগে রুবেল ও তাসকিনের মাঠে ফেরার কথা শোনা গেলেও এবার মাঠে ফিরছেন শফিউল। ইনজুরি কাটিয়ে দ্রুতই তারা মাঠে ফিরবেন- এমনটাই বিশ্বাস দলের ফিজিও বায়েজীদুল ইসলামের। নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই বল হাতে মাঠ কাঁপাতে চান এই তিনি পেসার। ভারত সফরে বাংলাদেশ ‌‘এ’ দলের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে দেশে ফেরেন তাসকিন। জাতীয় দলের জার্সি গায়েও সবশেষ মাঠে নেমেছিলেন ভারতের বিপক্ষেই। তবে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি তার। ‘এ’ দলের ভারত সফরে পেসার রুবেল আর শফিউলও পড়েন চোটের কবলে। এর আগে জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন রুবেল। কিন্তু পেসার শফিউল জাতীয় দলের জার্সিই শেষবার গায়ে জড়িয়েছেন ১ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে। ইনজুরি আর বাজে ফর্মের কারণে মাঠে খুব একটা নিয়মিত হতে পারেননি প্রথম সারির ফাস্ট বোলাররা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, বিপিএল, এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের মত বড় বড় আসর সামনে রেখে তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে ইনজুরি কাটিয়ে শিগগিরই মাঠে নামতে চান রুবেল-তাসকিন-শফিউলরা। মাসখানেকের মধ্যে রুবেল-তাসকিন-শফিউলরা মাঠে ফিরতে পানেন এমন আশ্বাস দিলেন দলের ফিজিও-ও। ক্রিকেটভক্তরাও সেই প্রতীক্ষায় প্রহর গুনছেন। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে