সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৮:১৭:৫৩

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে শিবসেনার হামলা

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে শিবসেনার হামলা

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সদর দপ্তরে হামলা চালিয়েছে শিবসেনার কর্মীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের বৈঠক হবার কথা ছিল আজ সোমবার সকালে। খবর বিবিসি। খবরে বলাহয়, বিসিসিআই সদরদপ্তরে শিবসেনাদের ওই হামলার পরপরই আজকের বৈঠকটি স্থগিত করা হয়। ভারত-পাকিস্তান ক্রিকেট বিষয়ক বৈঠককে বানচাল করতেই এই হামলা চালিয়েছে শিবসেনার সদস্যরা। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, সকালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই-এর সদর দফতরে সেই বৈঠক শুরুর আগেই হাজির হন শিবসেনা সমর্থকেরা। বিসিসিআইয়ের কার্যালয়ের দরজা ঠেলে তারা দফতরের ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ করা হচ্ছে। শিবসেনাদের মুখে ছিল পাকিস্তান বিরোধী স্লোগান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের বিরুদ্ধেও স্লোগান দেয় শিবসেনা কর্মীরা। তাদের একটাই দাবী- পাকিস্তানের সাথে ভারতের কোন ক্রিকেট নয়। আইপিএল প্রধান রাজীব শুকলা এক ট্যুইটার বার্তায় বলেছেন, বিসিসিআই ভারতের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেনা। উল্লেখ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানসহ বোর্ডের কর্মকর্তারা এখন ভারত সফরে রয়েছেন। ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে