শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭, ০৮:০১:০৮

কিভাবে ব্যাট করতে হয়, চান্দিমালের ইনিংস দেখে আমি তা শিখেছি: সাকিব

কিভাবে ব্যাট করতে হয়, চান্দিমালের ইনিংস দেখে আমি তা শিখেছি: সাকিব

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিন পড়ন্ত বিকেলে দল যখন সাত বলে সাত রানে ৩ উইকেট হারিয়ে যখন কঠিন বিপদে বাংলাদেশ ঠিক সে সময় ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। এরপরই এলোমেলো ব্যাট করতে থাকেন তিনি। অন্তত দু’বার জীবনও পান। তার ব্যাটিং দেখে সবার মুখে একটাই প্রশ্ন, ‘এ কেমন ব্যাটিং সাকিবের?

সে প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে যখন এই উইকেটেই লঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ১৩৮ রানের দায়িত্বপূর্ণ ও লম্বা ইনিংস খেলেছিলেন। কেউ কেউ এমনও বলেন, ‘সাকিব কী চান্দিমালের কাছ থেকেও শিক্ষা নিতে পারেন না! একই উইকেটে চান্দিমাল ধৈয্য ও সংযম দেখিয়ে এবং কোনোরকমের উচ্চাভিলাষী শট না খেলে নিজে সেঞ্চুরি করলেন এবং দলকে এগিয়ে নিলেন। সাকিব-মুশফিকরা কী তা দেখে শিখতে পারেন না?’

সে প্রশ্নের আজ বিপরীত জবাব নিজেই দিয়েছেন সাকিব আল হাসান, ব্যাট হাতে সেঞ্চুরি করে। এরপর তৃতীয় দিনের খেলা শেষে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়ে দিলেন, তিনি দ্বিতীয় দিন নিজের রুমে বসে দিনেশ চান্দিমালের ইনিংসটাকে ভালোকরে পর্যবেক্ষণ করেছেন এবং শিখেছেন এই উইকেটে কিভাবে ব্যাটিং করা যায়।

সাকিব বলেন, ‘আমি দিনেশ চান্দিমালের ইনিংসটা ভালোমত দেখেছি এবং তার মতই ব্যাটিং করার চেষ্টা করেছি। যেহেতু আমি অপরাজিত ছিলাম, তাই চিন্তা করার অনেক সময় ও সুযোগ ছিল। রাতে বিছানায় শুয়ে চান্দিমালের ইনিংসটা আমি দেখেছি। এ ধরনের উইকেটে কিভাবে লম্বা সময় ক্রিজে থাকতে হয়, কিভাবে ব্যাট করতে হয়, চান্দিমালের ইনিংসটা দেখেই আমি তা শিখেছি ‘

প্রশ্ন উঠল, দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাট ছুড়লেন আর আজ সুবোধ বালকের মত ঠাণ্ডা মাথায় ধৈর্য্য ধরে, ব্যাকারণ মেনে ব্যাট করলেন, এই পরিবর্তনের পেছনের কাহিনী কী? সাকিবের ছোট্ট জবাব, ‘মাইন্ড সেটআপে পরিবর্তন। আগের দিন যে মানসিকতায় খেলতে নেমেছিলাম, সেটা আর আজ থাকেনি। আজ অনেক দেখে খেলার চেষ্টা করেছি।’
১৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে