শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০৮:৫৬:১৬

আজকের সকালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ: সাকিব

আজকের সকালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ: সাকিব

স্পোর্টস ডেস্ক: সাকিব ঠিক এমনটাই বলেছেন। পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টের ৩য় দিনের শেষ বিকেলে এলোমেলো ব্যাটিংয়ের কারণে বেশ সমলোচিত হতে হয়েছিলো সাকিব আল হাসানকে তবে সেই সমলোচনার জবাব কিছুটা হলেও দিতে সক্ষম হয়েছেন বাংলাদেশি এই অল-রাউন্ডার।

দ্বিতীয় ও শেষ টেস্টের ৩য় দিনে ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকান সাকিব যার কারণে লিড পায় বাংলাদেশ দল। তিনি মনে করেন চতুর্থ দিনের প্রথম সেশনে ভালো করতে পারলে ম্যাচটা বাংলাদেশের পক্ষে যাওয়া সম্ভব।

“আমি মনে করি চতুর্থ দিনের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ঐটাই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কিন্তু তাঁরা যদি ভালো ব্যাটিং করে তাহলে ম্যাচটি আমাদের থেকে হাত ফসকে বের হওয়ার সম্ভবনা রয়েছে তবে আমাদের বোলাররা যদি ভালো বোলিং করতে পারে তাহলে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রনে আনা সম্ভব।”

সাকিব আরো আরো যোগ করেন শ্রীলঙ্কা দলকে কম রানে বেঁধে দেওয়ার জন্য প্রয়োজন উইকেট আর সেই উইকেট পেতে হলে ধৈর্য ধরতে হবে বোলারদের।

“আমি মনে করি উইকেটে অনেক সহয়তা পাওয়া যাবে তবে আমাদের বোলারদেরও ভালো জায়গায় বল করতে হবে। এখানে উইকেটের অবস্থা এতো বাজেও না, আবার অত ভালোও না। তবে আমি বলবো উইকেট পেতে হলে বোলারদের ধৈর্য ধরতে হবে।”

৩য় দিন শেষে বিনা উইকেটে ৫৪ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। তবে এখনো বাংলাদেশ থেকে ৭৫ রানে পিছিয়ে আছে লঙ্কানরা। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৩৮ রানের জবাবে সাকিবের শতকে ৪৬৭ রান করে বাংলাদেশ দল।
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে