শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ০৩:১৫:০৩

নিজেদের মাটিতে এখন শ্রীলঙ্কাকে কাঁদাচ্ছে বাংলাদেশের বোলাররা

নিজেদের মাটিতে এখন শ্রীলঙ্কাকে কাঁদাচ্ছে বাংলাদেশের বোলাররা

স্পোর্টস ডেস্ক: ৪র্থ দিনের প্রথম ভাগটা বাংলাদেশের ছিলো না। কিন্তু লাঞ্চের পরে দাপট শুধু বাংলাদেশের। সর্বশেষ খবরে নিজেদের মাটিতে এখন শ্রীলঙ্কাকে কাঁদাচ্ছে বাংলাদেশের বোলাররা। টাইগারদের বোলিং থাবায় বিপর্যস্ত লংকান ব্যাটসম্যানরা।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশী বোলাররা। দিনের ৬ষ্ঠ উইকেটের পতন হয়েছে। সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার হলেন ডিকওয়েলা। মাত্র ৫ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

শ্রীলঙ্কার মাটিতে এখন বাংলাদেশের জয়জয়কার। সাকিব-শুভাশিষ খুবই নিয়ন্ত্রিত বল করছেন। তাসকিন দলে নেই। মুস্তাফিজ ও শুভাশিষ পেস আক্রমণে রয়েছেন। মূল স্পিনার কেবল তাইজুল।

কিন্তু বল হাতে মূল কাজটা করছেন সাকিব ও মিরাজ। ব্যাট হাতে অবদান রাখার পর এবার বল হাতেও তারা লাল-সবুজের বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। সর্বশেষ খবরে শ্রীলঙ্কার দিলরুঅ্যান পেরেরা ২৬ বলে দুই রান করেছেন।

লংকান ব্যাটসম্যানদের পক্ষে ভালো করেছেন করুণারত্নে। তিনি ১০৯ রান করে এখনো ব্যাট করছেন। দলকে একটি ভালো যায়গায় নিয়ে যাওয়ার কাজটা করছেন।
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে