রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ০৬:৪২:২৯

শ্রীলঙ্কার করুণারত্নের থোতা মুখ ভোতা করে দিল টাইগাররা

শ্রীলঙ্কার করুণারত্নের থোতা মুখ ভোতা করে দিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : গত কাল কলম্বো টেস্টের চতুর্থ দিনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এমন পরিস্থিতির সামনে পড়তে হয়নি তাদের কখনও। তাই হারটা ‘লজ্জাজনক’ হবে বলেই মন্তব্য করেছিলেন দিমুথ করুণারত্নে।

কলম্বো টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা পাঁচদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছে ১৮বারের মতো। আগের ১৭বারের সাক্ষাতে শুধু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। শুধুমাত্র দুটো ম্যাচ তারা শেষ করতে পেরেছিল ড্র করে, তাছাড়া বাকি ১৫ ম্যাচেই হারতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে।

কঠিন এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন সেঞ্চুরিয়ান করুণারত্নে। দলের বর্তমান পরিস্থিতি তিনি খুব ভালো করেই বুঝছেন। তাই হারের কথা উঠতেই বলে ফেলেছিলেন, ‘ঘরের মাটিতে আমরা সবশেষ খেলা ছয় টেস্টেই জিতেছি। আর বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারিনি কখনও। স্বাভাবিকভাবেই এটা (হার) হবে ভীষণ লজ্জাজনক।’

‘লজ্জাজনক’ এই পরিস্থিতির সামনে যাতে পড়তে না হয়, সে জন্য ঘুরে দাঁড়ানোর কথাও শুনিয়েছিলেন তিনি। কিন্তু কে শোনে কার কথা দিনটি শুধুই বাংলাদেশের। রোববার শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস সৃষ্টি করে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। অথচ, দিমুথ করুণারত্নে গতকালই ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন, ‘আমরা সবাই জানি কোথায় ভুল হয়েছে, আর এটাও নিশ্চিত ম্যাচ বাঁচাতে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব।’ কিন্তু তার থোতা মুখ ভোতা করে দিয়ে শততম টেস্ট নিজেদের করে নিলো টাইগাররা।

১৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে