গুজব বলে উড়িয়ে দিলেন সেহওয়াগ !
স্পোর্টস ডেস্ক : বীরেন্দ্র সেহওয়াগ অবসর ঘোষণা করছেন এমন খবর প্রকাশিত হয়েছিল৷ বেশ চাঞ্চল্যকর খবর প্রকাশিত হওয়ার পর বেশ হইচই পড়ে গিয়েছে ক্রীড়ামহলে৷ কিন্তু একটি সুত্র দাবি করেছে অবসরের গুজব উড়িয়ে দিয়েছেন তিনি৷ সরকারিভাবে তিনি কোনও অবসর নেননি একথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন৷ এই খবর প্রকাশিত হওয়ার পর সেহওয়াগের আবসর নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে৷
এর আগে ২৯৫ রানে ব্যাটিং করছেন এক ব্যাটসম্যান। ক্যারিয়ারে প্রথমবারের মতো ত্রি-শতক করার হাতছানি। ক্রিকেট ইতিহাসেই এর আগে ভারতের কোনো ব্যাটসম্যান তিন শত করতে পারেননি। এমন অবস্থায় সেই ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে বসলেন! এই সাহসটা খুব কম খেলোয়াড়েরই ছিল। বীরেন্দর শেবাগ সেই সাহসী ব্যাটসম্যানদের একজন। আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সেই মারকুটে ব্যাটসম্যান অবসর নেওয়ার আভাস দিয়েছেন।
অবসরের আভাস অবশ্য খুব একটা চমক হয়ে আসেনি। শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে শেবাগকে দেখা গিয়েছিল দুই বছর আগে। অবসরের ঘোষণা দিলে ভারতীয় ক্রিকেটের একটি যুগেরও অবসান হবে। কদিন আগেই জহীর খান অবসরের ঘোষণা দিয়েছিলেন।
এক ঝাঁক নতুন ক্রিকেটারের আবির্ভাবে বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। নতুন যুগের সূচনায় সবার অগ্রভাবে ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। নতুন ‘টেন্ডুলকার’ হিসেবে আবির্ভাব হয়েছিল তাঁর। কিন্তু মারকাটারি ব্যাটিংয়ের এমনই প্রদর্শনী দেখাতে শুরু করলেন যে, অন্য কারও ছায়া নয়, নিজের নামেই পরিচিতি পেয়েছিলেন শেবাগ। ২৫০টি ওয়ানডে খেলে ৮ হাজার ২৭৩ রান করেছেন ১০৪ স্ট্রাইক রেটে। মারকাটারি ব্যাটিং করেও বড় বড় ইনিংস খেলার অবিশ্বাস্য এক ক্ষমতা ছিল তাঁর। ওয়ানডেতে একসময়ের সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসটি ছিল তারই।
ওই মারকাটারি ব্যাটিং দিয়ে টেস্ট ক্রিকেটেও সফলতা পেয়েছেন। ভারতের হয়ে অনেক রথী মহারথীই খেলে গেছেন। কিন্তু দেশটির হয়ে তিন শত রান সংগ্রহের রেকর্ড একমাত্র তাঁরই। তাও দুই দুইবার তিন শত রান করেছেন। স্যার ডন ব্র্যাডম্যান এবং ব্রায়ান লারার পর তিনিই এই কাজ করে দেখাতে পেরেছেন (পরবর্তীতে ক্রিস গেইলও এই তালিকায় যুক্ত হয়েছিলেন)। আরেকবার ২৯৩ রানে আউট না হলে তো প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি ত্রি-শতক হাঁকানোর রেকর্ড টিও তাঁর অধিকারে যেত। কিন্তু টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য স্ট্রাইক রেটের রেকর্ড তাঁর দখলেই আছে। ১০৪ টেস্টে সাড়ে আট হাজার রান নিয়েছেন ৮২ স্ট্রাইক রেটে!
শেবাগকে অবশ্য তাঁর রান সংখ্যা দিয়ে কখনোই বিচার করা যাবে না। বিশ্বের যেকোনো মাঠে খেলতে নেমেই ঝড় তোলার ক্ষমতা দিয়ে তাঁকে চিনতে হবে। তাঁকে মাঠে নামতে দেখে বোলারের শিরদাঁড়ায় যে ভয়ের চোরা স্রোত বয়ে যেত সেটি দিয়েই বিচার করতে হবে শেবাগকে। তাঁর অবিশ্বাস্য সাহসিকতার প্রদর্শনীতে ভরা ইনিংস গুলো ভক্তদের মনে তাজা হয়ে থাকবে অনেক দিন।
উল্লেখ্য, ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলে ৮৫৮৬ রান করেছেন সেহওয়াগ৷এক দিনের ক্রিকেটে ৮২৭৩ রান করেছেন তিনি৷ সেই সঙ্গে ১৫টি শতরান করেছেন৷ এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরান ২১৯ করেছেন৷ পাশাপাশি ১৯টি টি-২০ ম্যাচে ৩৯৪ রান করেছেন দিল্লির বিস্ফোরক ব্যাটসম্যানটি৷ এছাড়া টেস্টে ৪০টি ও একদিনের ম্যাচে ৯৬টি উইকেট নিয়েছেন সেহওয়াগ৷ তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্টে তিনশ রান করেছেন৷ দু-দু’বার তিনশো রান করেছেন তিনি৷ ১৯৯৯ সালে একদিনের ম্যাচে অভিষেক হয় সেহওয়াগের৷
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে
�