মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০২:২৫:৫৮

আইপিএলে নতুন দুই দল, নেই চেন্নাই-রাজস্থান

আইপিএলে নতুন দুই দল, নেই চেন্নাই-রাজস্থান

স্পোর্টস ডেস্ক : দুই বছরের নিষেধাজ্ঞা থাকায় আগামী দুই মৌসুম আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না প্রতিযোগিতার অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তাই এবার এই দুই দলের পরিবর্তে আইপিএলের জন্য নতুন দুই ফ্র্যাঞ্চাইজির খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন ও রাজ কুন্দ্রার ফ্র্যাঞ্চাইজি দু'টি না থাকায় ২০১৬ আইপিএল-এ থাকছে মোট ছ'টি দল। তবে বিসিসিআই ছ'টি দলের টুর্নামেন্টের পরিবর্তে, আটটি দল খেলানোর পক্ষে। সেই কারণেই পরিবর্ত হিসেবে নতুন দলের খোঁজ শুরু করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। গত জুলাইয়ে দুর্নীতি কেলেঙ্কারির দায়ে চেন্নাই ও রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপিত হয়। এছাড়াও চেন্নাই সুপার কিংসের সাবেক টিম অফিসিয়াল গুরুনাথ মায়াপ্পন ও রাজস্থান রয়্যালসের সাবেক সহকারী মালিক রাজ কুন্দ্রাকে ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরণের কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করেন ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারক প্যানেল। শিগগিরই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবে দেশটির বোর্ড। কোন দু’টি দল চেন্নাই ও রাজস্থানের স্থলাভিষিক্ত হবে তা নিলামের মধ্য দিয়েই চূড়ান্ত হবে। তবে কবে নাগাদ এটি সম্পূর্ণ হবে তা এখনো জানানো হয়নি। গড়াপেটায় জড়িত চেন্নাই ও রাজস্থানকে আজীবন নির্বাসনের মুখে পড়তে হচ্ছে না। দু'বছরের নির্বাসনের পর ২০১৮ সালে আবার ফিরে আসবে এই দুই দল। ২০১৮ সালে দুটি দল ফিরে এলে দশ দলের টুর্নামেন্ট আয়োজিত হবে। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই এর তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'দুই ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস দুই বছরের জন্য নির্বাসিত। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, 'বিসিসিআই ২০১৬ এবং ২০১৭ সালের জন্য দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে নতুন দরপত্র আহবান করেছে।' ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে