পাকিস্তান অবশ্যই ফিরে আসবে : ওয়াকার
স্পোর্টস ডেস্ক : প্রায় হেরে যাওয়া টেস্টে কোনারকমে ফিরে আসায় পুরো দলের প্রশংসা করেছেন পাকিস্তানী সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। সাথে সাথে তিনি একথাও বলেছেন এই টেস্টে পাকিস্তানই ফেবারিট ছিল। কিন্তু হঠাৎ করেই ইংল্যান্ডের ফিরে আসাটা হতাশাজনক।
আবু ধাবীতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান বেশ শক্ত অবস্থানে থাকলেও ম্যাচ জয়ের দারুন সম্ভাবনা জাগিয়ে তুলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৭৩ রানে অল আউট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের সামনে জয়ের সুযোগ সৃষ্টি হয়। ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নামা লেগ স্পিনার আদিল রশিদ ৬৪ রানে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া পেসার জেমস এন্ডারসন ও স্পিনার মইন আলী নিয়েছেন দুটি করে উইকেট। বোলারদের দূর্দান্ত পারফরমেন্সে ইংল্যান্ডের সামনে ১৯ ওভারে জয়ের লক্ষ্য স্থির হয় মাত্র ৯৯ রান। কিন্তু আট ওভার ও ২৫ রান বাকি থাকতে আলোর স্বল্পতার কারনে আম্পায়ার ম্যাচ শেষের ঘোষনা দিলে পাকিস্তান কোনরকমে রক্ষা পায়।
বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ওয়াকার বলেছেন, অবশ্যই এটা অনেক বড় একটি স্বস্তি। প্রথম ম্যাচেই পিছিয়ে পড়া থেকে আমরা বেঁচে গেছি। তবে আমি নিশ্চিত অবশ্যই পাকিস্তান ফিরে আসবে। সিরিজ শুরুর আগে ইংলিশরা নিজেদের আন্ডারডগ হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে আমাদেরই ফিরে আসার জন্য কাজ করতে হবে।
আবু ধাবীর শেখ জায়েদ আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে শোয়েব মালিকের অনবদ্য ২৪৫ রানের উপর ভর করে পাকিস্তান ৮ উইকেটে ৫২৩ রানে ইনিংস ঘোষনা করে। পাঁচ বছর পরে টেস্টে ফেরা শোয়েব মালিকের ডাবল সেঞ্চুরি ছাড়াও আসাদ শফিক ১০৭ ও মোহাম্মদ হাফিজ করেছিলেন ৯৮ রান। কিন্তু টেস্ট ইতিহাসে তৃতীয় দীর্ঘ ইনিংস খেলে ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুক ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান।
৮৩৬ মিনিট ক্রিজে থেকে কুক ২৬৩ রান করেছেন। প্রথম ইনিংসে ৭৫ রানে লিড নিয়ে ৯ উইকেটে ৫৯৮ রানে ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। ওয়াকার বলেছেন এই টেস্টে পাকিস্তান লেগ স্পিনার ইয়াসির শাহর অনুপস্থিতি অনুভব করেছে। পিঠের ইনজুরির কারনে প্রথম টেস্ট খেলতে পারেননি ইয়াসির। তবে ফিটনেস ফিরে পেয়ে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন এই স্পিনার। ওয়াকার মনে করেন ইংল্যান্ডও সিরিজে জয়ের লক্ষ্যে কঠিন পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। পাকিস্তানী কোচ অবশ্য স্বীকার করেছেন স্বস্তির থেকে তিনি হতাশ হয়েছেন বেশী। যেভাবে টেস্টের শেষ হয়েছে তা কখনই কাম্য নয়। বিশেষ করে যেখানে প্রথম দুইদিন ম্যাচের পুরো নিয়ন্ত্রন ছিল পাকিস্তানের হাতে।
গত চারটি সিরিজে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করলেও নিউজিল্যান্ডের সাথে ১-১ ব্যবধানে ড্র করে। এরপর বাংলাদেশের বিপক্ষে ১-০ ও শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভ করে। ওয়াকার বলেন, পাকিস্তানের টেস্ট দলটির ওপর সবসময়ই তার আস্থা ছিল। গত তিন বছরে টেস্টে দারুন পারফর্ম করছে পাকিস্তান। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যানরা মোটেই সন্তুষ্ট করতে পারেনি ওয়াকারকে। তাদের শট নির্বাচনে ভুল ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যা করেছে তা কোনভাবেই মেনে নেয়া যায়না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে অনেক কাজ করতে হবে। ইংল্যান্ড যেভাবে খেলেছে তাতে দ্বিতীয় টেস্টে জিততে হলে কঠিন লড়াইয়ে মুখে পড়তে হবে পাকিস্তানকে।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�