মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৮:৩৬:৫৯

কুমিল্লাবাসীদের জন্য সুখবর, বিপিএলে এবার নিজ জেলার থিম সং গাইবেন আসিফ

কুমিল্লাবাসীদের জন্য সুখবর, বিপিএলে এবার নিজ জেলার থিম সং গাইবেন আসিফ

স্পোর্টস ডেস্ক: কুমিল্লাবাসীর জন্য এটি সত্যিই অনেক বেশি অনন্দের খবর। দেশের জনপ্রিয় কন্ঠশিল্পি আসিফ আকবরকে এবার দেখা যাবে নিজ জেলা ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের’ থিম সং গাইতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিল্লার সন্তান আসিফ আকবর জানিয়েছিলেন, এবার বিপিএলের তৃতীয় আসরে তিনি বরিশাল বুলসের থিম সংয়ে কন্ঠ দিবেন। আর তাছাড়া নিজ জেলা কুমিল্লার থিম সংয়ে কন্ঠ না দিতে পারার জন্য আক্ষেপ করেন তিনি। আসিফ নিজেও চাইছিলেন কুমিল্লার থিম সংয়ে কন্ঠ দিতে। তবে তার জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেই যোগাযোগ করতে হবে বলে জানিয়েছিলেন জনপ্রিয় এই গায়ক। সোমবার তার এই ইচ্ছে পূরণ হলো। ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আসিফের সাথে। এবং সেই সাথে এই থিম সংয়ের জন্য পূর্ণ স্বাধীনতা দেয়া হয় তাকে। বিপিএলের থিম সং প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া আসিফের স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হলোঃ ইতিহাস হাতড়ে নিজের সফলতা খুঁজতে কার না ইচ্ছে করে!! আমার তো ভালোই লাগে । পুরনো সাফল্যে নতুন ভাবে উৎসাহিত হই । কুমিল্লা জিলা স্কুল প্রথম ‘নির্মান স্কুল ক্রিকেট টূর্নামেন্ট’ চ্যাম্পিয়ন হয়,আমি ছিলাম অধিনায়ক। স্বাধীনতার পর কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রথমবারের মত ইন্টার কলেজ চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামে,আমি ছিলাম অধিনায়ক। পথিকৃৎ কুমিল্লার অলিগলিতে চষে বেড়ানো এক বাউন্ডুলে আমি। জন্মস্থানতো বটেই, আমার অস্তিত্বের প্রতিটি অনুতে অনুতে কুমিল্লার প্রতি আবেগের উদগীরন সবসময় হতেই থাকে। তার মধ্যে বরিশালের মানুষ আমাকে আপন করে নিয়েছে। বরিশাল বুল’স এর থিম সং গেয়েছি। এই দলের সমস্ত কর্মকান্ডের সাথে আমি জড়িত, তারা আমাকে ব্র্যান্ড এ্যাম্বাসেডরও বানিয়ে ফেলেছে। সব ভালো লাগছে। তারপরও বুকের ভেতর চাপা কষ্ট আমার মানসিকতাকে এলোমেলো করে দিচ্ছিলো। কুমিল্লা ভিক্টোরিয়ান’স খেলবে, আর আমি কুমিল্লার সন্তান হিসেবে সাইড লাইনেও সূযোগ পাবোনা, অনেক প্রাপ্তির পরও ‘ নিজভূমে পরবাসী’ কেইস। ‘গোমতী নদীর পাড়ে আমার সোনার কুমিল্লা, সেইখানেতে বাস করি হগ্গলে মিল্লা’। ইয়েস- আমি গাইছি কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর থিম সং । যথাযোগ্য সম্মান দেখিয়েই ভিক্টোরিয়ান’স কর্তৃপক্ষ আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আমি আনন্দিত,আবেগাপ্লুত, উত্তেজিত। বরিশাল বুল’স আমাকে ঋণী করেছে, কুমিল্লা ভিক্টোরিয়ান’স করেছে সম্মানিত। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে