মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১১:১০:২০

ফেসবুকে বাজে মন্তব্য, ক্ষুব্ধ লিটন দাস

ফেসবুকে বাজে মন্তব্য, ক্ষুব্ধ লিটন দাস

স্পোর্ট ডেস্ক: সারা দেশব্যাপী চলছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। পূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেট রক্ষক ও ব্যাটসম্যান লিটন দাস। কিন্তু সেই পোস্টে কিছু মানুষের আক্রমণাত্মক মন্তব্যে ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছেন লিটন। নিরুপায় হয়ে ওই ভক্তদেরকে তার পেজের কোন পোস্টে মন্তব্য না করার কথা লিখেছেন লিটন, দুঃখজনক হলে ও সত্যি যে আমদের বাংলাদেশ এ জনসংখ্যা প্রায় ১৭ কোটি হলেও মনুষ্যত্ব ১৭ হাজার মানুষ এরও নাই। আমি সেই সব মানুষদের বলছি যাদের সকালে ঘুম থেকে ওঠার উদ্দেশ্য থাকে মানুষকে বাজে মন্তব্য করা! গত কালের ১টি পোস্ট ছিল যেখানে সকল কে পুজার শুভেচ্ছা জানিয়েছিলাম,কিন্তু আপনাদের কিছু কিছু মন্তব্য সত্যি অনেক বেদনাদায়ক। আমার সব থেকে বড় পরিচয় আমি একজন বাংলাদেশী,এখানে ধর্ম আমাদের বিভেদ করতে পারে না। যারা এখনও এই সব বিষয়ে বাড়াবাড়ি করেন আমি তাদের বলছি, দয়া করে আমার কোন পোস্ট এ মন্তব্য করবেন না। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে