মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১২:৩০:৩০

ধুন্ধুমার পারফর্মে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করা হয়েছে তাকে

ধুন্ধুমার পারফর্মে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করা হয়েছে তাকে

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বল মাঠে গড়িয়েই চলছে একের পর এক। বল গড়াচ্ছে একই সাথে দিনও গড়াচ্ছে। বদলে যাচ্ছে সবকিছুই। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন করা হয়েছে এক ধুন্ধুমার তারকাকে। এ উচ্চতায় আসার জন্য তার যে ক্রিকেট পরিসংখ্যান পিলারের মত ভূমিকা রেখেছে তা বেশ উজ্জ্বল। ক্রিকেটের উদাহরণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। একই সাথে ওয়ানডে ও টেস্টে সেরা নির্বাচন করা হয় তাকে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সম্পন্ন করে এই প্রক্রিয়া। ওই দুটি কীর্তির পরেও ওয়ানডেতে সেরা অল রাউন্ডার নির্বাচন করা হয় তাকে। বর্তমান সময়ে শ্রীলঙ্কা প্রত্যাশিত ছন্দে না থাকলেও সেরা ফর্মেই রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সে বিবেচনায় সেরার মুকুট পড়তে হয়েছে তাকেই। গত মৌসুমে টেস্টে ৭৭.৩৩ গড়ে ১১৬০ রান করেন এই তারকা। ওয়ানডেতে ৬২.২০ গড়ে ১২৪৪ রান করেন তিনি। এই কীর্তিতে দেশটির ক্রিকেটারদের মধ্যে সেরার মুকুট পড়ার একমাত্র দাবিদার তিনিই। ওয়ানডেতে উইকেট শিকার করেন ১৮টি। এ সাফল্যে সেরা ওয়ানডে অল রাউন্ডার হিসাবেও নির্বাচকদের বিবেচনায় আসন ম্যাথিউস। ২০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে