মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০১:৪১:৫৩

এবার নিরাপত্তাহীনতায় ভারত ছাড়ছেন ওয়াসিম-শোয়েব

এবার নিরাপত্তাহীনতায় ভারত ছাড়ছেন ওয়াসিম-শোয়েব

স্পোর্টস ডেস্ক : ভারতের চরমপন্থী হিন্দু সংগঠন শিব সেনাদের তোপের মুখে বহু কাঙ্খিত ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুম্বাইয়ের বৈঠকটি পুরাপুরি ভেস্তে যায়। শিব সেনাদের দাবি ভারতের জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান প্রতক্ষ্যভাবে জড়িত। তাই তারা চান না এসবের সুষ্ঠ সমাধান এবং রাজনৈতিক রেষারেষি বন্ধ না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের কোন ধরণের বৈঠক হোক। শিবসেনাদের এমন অদ্ভুত আচরণে ভীত হয়ে ভারত ত্যাগ করছেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ‘স্টার স্পোর্টস‘এর হয়ে ধারাভাষ্য দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন দুই জন। সাবেক পাকিস্তান অধিনায়ক আকরামের এজেন্ট আরসালান হাইদার নিশ্চিত করেছেন, চেন্নাইয়ে চতুর্থ ওয়ানডের পর ২৩ অক্টোবর ভারত ত্যাগ করবেন সাবেক দুই তারকা। এদিকে ইতোমধ্যে পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে ভারত-প্রোটিয়া সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। আসিসির সূত্রে জানানো হয়েছে নিরাপত্তার স্বার্থে পাকিস্তানি আম্পায়ার আলিমকে প্রত্যাহার করা হয়েছে। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে