স্পোর্টস ডেস্ক : আইসিসির নিযুক্ত আম্পায়ার ইনি। এক সময় পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলতেন। ২০১৫ বিশ্বকাপে আইসিসির তালিকাভূক্ত আম্পায়ার ছিলেন এই আলিমদার।
বাংলাদেশ ও ভারতের একটি ম্যাচের কথা মনে পড়ার কথা সবার। ৩টি ভুল সিদ্ধান্তের কারসাজিতে বাংলাদেশকে সেদিন হারানো হয়। ঘটনা যেন ঘটনা টেনে নিয়ে আসে।
সেদিন ভারতের পক্ষেই সিদ্ধান্ত যায় আলিমদারের। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার বিভিন্ন ম্যাচের মূল আম্পায়ার আলিমদার। কিন্তু এখানে আর দায়িত্ব পালন করতে দেখা যাবে না তাকে।
ভারতের একটি জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে তাকে। আইসিসি বিষয়টি আমলে নিয়ে বিবৃতি দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় এনে তাকে ভারত থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।
বিশ্বকাপের ম্যাচে টাইগারদের সাথে প্রতারণাকারী আলিমদার এবার হতাশ! কালের বদলে কোথার ঘটনা কোথায় গড়ায় এর একটি চিত্র দেখা গেল এবার। তবে এখন দেখার বিষয় এই ইস্যুর রেশ কোথায় গিয়ে শেষ হয়।
২০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর