জিম্বাবুয়ে-আফগান্তিানের ম্যাচে চরম প্রতিযোগিতা, জিতবে কে?
স্পোর্টস ডেস্ক : শক্তির বিবেচনায় হয়তো সমানে সমানই আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি শেষ হয়েছে এরই মধ্যে। মঙ্গলবার তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলার জন্য মাঠে দুই দেশ।
আগের দুটি ম্যাচের ফলাফলই সৃষ্টি করেছে কঠিন পরিস্থিতির। প্রথম ম্যাচে বড় জয় পায় জিম্বাবুয়ে অন্যদিকে দিতীয় ওয়ানডে ম্যাচে জয় পায় আফগানিস্তান। তৃতীয় ম্যাচে দেখা যাচ্ছে সমান দাপট দুই দলের।
শুরুতে জিম্বাবুয়ে আক্রমণ চালায় স্পিনারদের দিয়ে। রানের চাকা বেশ শ্লথ হয়ে যায় আফগানদের। তবে রক্ষণাক্ষক ভাগে খেলে আফগানরা। এ রিপোর্ট লেখার সময় ২৩ ওভার ৩ বলে আফগানিস্তানের রান ৯২।
এরই মধ্যে একটি উইকেট হারিয়েছে আফগান শিবির। আফগান ওপেনার শেহজাদ ৩০ বলে ৩০ রান করার বলে বোল্ড হন। পরে উইকেটে নেমে সাবেক দলীয় অধিনায়ক নবী প্রতিরোধ গড়ে তুলছেন।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার ম্যাচ এটি। জিম্বাবুয়ে-আফগান্তিানের ম্যাচে চরম প্রতিযোগিতা, জিতবে কে? আর এটি দেখার জন্যই এখন অপেক্ষা থাকবে সবার।
২০ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর