ব্যালন ডি’ওর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, এগিয়ে রয়েছেন যারা
স্পোর্টস ডেস্ক: কে পেতে যাচ্ছেন ফিফা ব্যালেন ডি’ওর পুরস্কার? এ নিয়ে ফুটবল বিশ্বে চলছে গুঞ্জনের সুর। কেউ এগিয়ে রাখছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে আবার কেউ বা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এগিয়ে রাখছেন এ দৌড়ে।
ব্যালন ডি’ওর মূলত ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানজন পুরস্কার।প্রতিবছরই বিশ্বের সেরা ফুটবলার থেকে এক জনকে এই পুরস্কাররে দিযে থাকে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ও ফ্রান্স ফুটবল। মঙ্গলবার ২০১৫ সালের (২২ নভেম্বর ২০১৪ থেকে ২০ নভেম্বর ২০১৫ পর্যন্ত) ব্যালন
প্রকাশিত তালিকায় দেখা গেছে গত মৌসুমে ট্রেবল জয়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ৬, আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ৫, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ৩, জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫, চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ১, ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইনের ১, ইংলিশ ক্লাব আর্সেনালের ১ এবং আরেক ইংলিশ ক্লাব চেলসির ১ জন ফুটবলার।
ব্যালন ডি’ওর মনোনীতদের তালিকা-
লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)
সার্জিও অ্যাগুয়েরো (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি)
নেইমার (ব্রাজিল/বার্সেলোনা)
গ্যারেথ বেল (ওয়েলস/রিয়াল মাদ্রিদ)
লুই সুয়ারেজ (উরুগুয়ে/বার্সেলোনা)
করিম বেঞ্জেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা)
জাভিয়ের মাশ্চেরানো (আর্জেন্টিনা/বার্সেলোনা)
ইভান রেকেটিক (ক্রোয়েশিয়া/বার্সেলোনা)
টনি ক্রুস (জার্মানী/রিয়াল মাদ্রিদ)
জেমস রদ্রিগেজ (কলম্বিয়া/রিয়াল মাদ্রিদ)
জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন/প্যারিস সেইন্ট-জার্মেইন)
ইডেন হাজার্ড (বেলজিয়াম/চেলসি)
অ্যালেক্সি সানচেজ (চিলি/আর্সেনাল)
থমাস মুলার (জার্মানী/বায়ার্ন মিউনিখ)
ম্যানুয়েল ন্যয়ার (জার্মানী/বায়ার্ন মিউনিখ)
আরিয়েন রোবেন (নেদারল্যান্ডস/বায়ার্ন মিউনিখ)
রবার্ট লিওয়ানদস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
আরতুরো ভিদাল (চিলি/জুভেন্টাস/বায়ার্ন মিউনিখ)
ইয়াইয়া তুরে (আইভরি কোস্ট/ম্যানচেস্টার সিটি)
পল পগবা (ফ্রান্স/জুভেন্টাস)
কেভিন ডি ব্রুনি (বেলজিয়াম/ভলফসবার্গ/ম্যানচেস্টার সিটি)
২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/ এআর