স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে আগে অনেকবারই দুই দলের সমর্থকদের মারামারির সাক্ষী থেকেছে বিশ্ব। এবার যা ঘটল, তাকে নৃশংস বললেও কম বলা হয়।
খেলা ছিল মাঠে। তবে মারপিট গড়াল জঙ্গলের মধ্যেও। নির্বিচারে চলল লাথি, ঘুষি, চড়-চাপড়। এমন ভয়াবহ মারামারির ঘটনা দেখে শিউরে উঠছে বিশ্ব, একটাই কারণে। তা হল, পরের বছরেই রাশিয়াতে হতে চলেছে ফুটবলের বিশ্বকাপ। তার আগেই এমন ভিডিও প্রকাশ্যে এসে যাওয়ায় বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন।
১৮ই মার্চ ছিল মস্কো ডার্বি— সিএসকে মস্কো বনাম স্পার্টান। সেই ম্যাচের পরেই মারামারি বাঁধল দুই দলের সমর্থকদের মধ্যে। ইউরোপীয় এক নামজাদা সংবাদসংস্থা পুরো মারামারির দৃশ্য সংগ্রহ করে ইউটিউবে আপলোড করে দেন।
সেই ভিডিওতেই ধরা পড়েছে নৃশংস সেই মারপিটের ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার এক জঙ্গলে দুই দলের সমর্থকরা মুখোমুখি হন। তারপরেই দুই গ্রুপ থেকে একজন এসে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়।
এমনিতেই রুশ ফুটবল গুন্ডারা ইউরো কাপেও ঝামেলা বাঁধিয়েছিলেন। যেজন্য তাঁদের সাসপেন্ডও করা হয়। বিব্রত রুশ ফুটবল সংস্থা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী করেন, সেটাই আপাতত দেখার।-এবেলা
৩০ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস