শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০২:২৪:৪৩

অবশেষে লঙ্কানদের বিপক্ষে রানের লাগাম টেনে ধরলো বাংলাদেশ

অবশেষে লঙ্কানদের বিপক্ষে রানের লাগাম টেনে ধরলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে টস হারে বাংলাদেশ। প্রথমটায় বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। আর দ্বিতীয়টায় নিজেরাই আগে ব্যাটিং করে স্বাগতিকরা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতলো বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে অপরিবর্তিত দল নিয়ে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ৯০ রানে জেতে বাংলাদেশ। আর দ্বিতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

সিরিজের তৃতীয় ম্যাচে আজ টস হেরে আগে ব্যাটে গিয়ে শুরুতেই লঙ্কান দুই ওপেনার ব্যাটে ঝড় তোলেন। প্রথম ৯ ওভারে তাদের রান তোলার গড় ছিল প্রায় ৮ করে (৭.৮৮)। উপুল থারাঙ্গা ও গুনারত্নে ১০.৫ ওভারে ৭৬ রানের জুটি গড়েন। মোস্তাফিজ-মাশরাফি-তাসকিনদের পাত্তাই দিচ্ছেলেন না তারা।

তবে উড়ন্ত এ জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ১ ছক্কা ও ৩ চারে ৩৮ বলে ৩৪ রান করা গুনারত্নেকে ফেরান তিনি। এরপর থারাঙ্গাকে ৩৫ রানে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। এরপ দিনেশ চান্ডিমাল ২১ ও সিরিবর্ধনে ব্যক্তিগত ১২ রানে রানআউট হন। এতে শ্রীলঙ্কার রানের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। ৩৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৫ রান।

শেষ খবরে ৪৮ ওভারের খেলা শেষে ৭ উইকেট নেই লঙ্কানদের। রান ২৬৫।
১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে