শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০২:৪০:২৩

জয়ের জন্য বাংলাদেশকে ২৮১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

জয়ের জন্য বাংলাদেশকে ২৮১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: লঙ্কানদের উড়ন্ত জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। ১ ছক্কা ও ৩ চারে ৩৮ বলে ৩৪ রান করা গুনারত্নেকে ফেরান তিনি। এরপর থারাঙ্গাকে ৩৫ রানে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ।

এরপর দিনেশ চান্ডিমাল ২১ ও সিরিবর্ধনে ব্যক্তিগত ১২ রানে রানআউট হন। এতে শ্রীলঙ্কার রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। ৩৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে তাদের সংগ্রহ ছিলো ১৭৫ রান। এমনই যাত্রায় ৯ উইকেট হারিয়ে ২৮০ রানে থেমেছে লঙ্কানরা।

ম্যাচের আগে টাইগার নেতা মাশরাফির পরিকল্পনা ছিলো ২৮০ রানের মধ্যে লঙ্কানদের বেঁধে রাখা। এটা করতে পেরেছে বাংলাদেশ। দলনেতা মাশরাফি উইকেট নিয়েছেন ৩টি। মুস্তাফিজ ২টি। তাসকিন ও মিরাজ একটি করে উইকেট নেন।

এখন ২৮১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করবে বাংলাদেশ দল। ওপেনিংয়ে নামবেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে