শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৩:৩৯:৩৬

চেন্নাই সুপার কিংস আবারও আইপিএলে আসছে, নেতৃত্ব দিবেন ধোনি

চেন্নাই সুপার কিংস আবারও আইপিএলে আসছে, নেতৃত্ব দিবেন ধোনি

স্পোর্টস ডেস্ক: এক বছর কেটে গেছে। আর এক বছর বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশে দু’বছরের নির্বাসন দেওয়া হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। আগামী বছর আইপিএলে ফিরছে দুই টিম। চেন্নাই সুপার কিংসের তৎকালীন মালিক ও প্রাক্তন বোর্ড সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসন কিন্তু এখনও আশাবাদী। তিনি জানান, আইপিএলে আবারও  সাথে ফিরবে চেন্নাই, মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব দিতে ফিরবেন।

চেন্নাই সুপার কিংস দু’বার আইপিএল চ্যাম্পিয়ন। তাইআইপিএল চেন্নাই ফিরলে ধোনি আসবেন না, এমনটা হতে পারে না। চেন্নাই শহরেও ধোনির প্রচুর অনুরাগী আছে। যাদের প্রত্যাশা, ফিরে আসবেন ধোনি। এবার তা জানিয়ে দিলেন শ্রীনি।

তিনি বলেন,চেন্নাই সুপারকিংসকের সব অনুরাগী ২০১৮ সালের আইপিএলে ধোনিকে নেতৃত্ব দিতে দেখতে চান। হলুদ জার্সিতে ও মাঠে ঘুরবে। পরের বছর চেন্নাই ঘুরে দাঁড়াবে আর ধোনি ফিরে আসার সম্ভাবনাই সবথেকে বেশি। টুর্নামেন্টে CSK না থাকলেও, তার ব্র্যান্ডিংয়ে খুব বেশি প্রভাব পড়বে না।

স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে থাকায় অপরাধে আইপিএল থেকে বহিষ্কৃত হয়েছে চেন্নাই ও রাজস্থান। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার স্পট ফিক্সিংয়ে জড়়িয়ে ছিলেন। কিন্তু চেন্নাইয়ের কোনও ক্রিকেটারের নাম পাওয়া যায়নি।

শ্রীনিবাসন মনে করেন, চেন্নাই সুপারকিংসকে অনৈতিকভাবে টার্গেট করা হয়েছে। তিনি বলেন, চেন্নাইয়ের কোনও ক্রিকেটার স্পট ফিক্সিংয়ে জড়িত নন। অত্যন্ত অনৈতিকভাবে নির্বাসিত করা হয়েছে চেন্নাইকে। শুধুমাত্র হিংসা থেকেই চেন্নাইকে এই শাস্তি দেওয়া হয়েছে।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে