শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৫:৫৮:০০

কোহলিরা এখন যেকোনো দেশেই জিততে পারে: গাঙ্গুলী

কোহলিরা এখন যেকোনো দেশেই জিততে পারে: গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: কোহলিরা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে বলে ভবিষ্যদ্বানী করে হাসির পাত্র হয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এরপর বলেছিলেন ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে। সেটাও হয়নি। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে অজিদের সিরিজ হারানোর পর আবারও মুখ খুললেন কলকাতার মহারাজ!

এবার তিনি বললেন, বিশ্বের যে কোন স্থানেই জয়ী হওয়ার ক্ষমতা রাখে বিরাট কোহলিরা। গাঙ্গুলী বলেন, পুরো সিরিজে তিনি লোকেশ রাহুল উমশে যাদব এবং রবিন্দ্র জাদেজার মত ক্রিকেটারদের আত্মবিশ্বাসী পারফরমেন্স উপভোগ করেছেন।  

দেশের মাটিতে অত্যন্ত সফলভাবে মৌসুম শেষ করা ভারতীয় দলটি ১০ ম্যাচে জয়ী, মাত্র ১ ম্যাচে পরাজয় ও দুই ম্যাচ ড্র করে বিশ্ব টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানে রয়েছে। আইসিসির ওয়েবসাইটে গতকাল এক কলামে গাঙ্গুলী লিখেছেন, "নিজ মাঠে গত ১৩ টেস্ট ম্যাচ দেখে আমার মনে হচ্ছে এবং আশা করছি বিশ্বের যে কোন প্রান্তে জয়ের সামর্থ্য বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় দলটির আছে। "

সাবেক এ অধিনায়ক বলেন, "এক মৌসুমে নিজ মাটিতে ১৩ টেস্ট খেলতে পারায় ভারতের অন্য যে কোন অধিনায়কের তুলনায় বিরাট নিজকে সৌভাগ্যবান মনে করতে পারে বলে আমি মনে করি। কখনো কখনো এমনকি আপনাকে নিজ মাঠে একটি ম্যাচ জয়ের জন্যও ভাবতে হয়। কিন্তু আমরা সবাই জানতাম ভারত কম পক্ষে ৮টি ম্যাচ জিতবে। কিন্তু তারা ১০টি ম্যাচ জিতেছে এবং একটি নিশ্চিত জয় ফসকে গেছে।

দেশের বাইরে ভারতীয় দলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে ব্যাটসম্যান হিসেবে চেতেশ্বর পুজারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে উল্লেখ করেন ৪৪ বছর বয়সী গাঙ্গুলী। বিশেষ করে লাল বলে যে কোন কঠিন কন্ডিশনে ইনিংস মেরামতের জন্য ডান হাতি এ ব্যাটসম্যানের সক্ষমতা অনেক বেশি।

পিছনের কথা স্মরণ করে তিনি বলেন, "আমার মনে আছে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে এক টেস্টে বাদ পড়ার পর আমি বলেছিলাম পুজারা একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং তাকে বাদ দেয়া উচিত হয়নি। ভারতীয় দলের দেশের বাইরে সফরে কোহলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পুজারা।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে