শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৬:২০:২২

জয়ের নেশায় একাই বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছেন মিরাজ

জয়ের নেশায় একাই বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় সম্ভবত হচ্ছে না।  একের পর এক উইকেট পড়তে থাকলে জয়ের সম্ভাবনা এখন ম্লান হয়ে গেছে।  সাকিব আল হাসান আর সৌম্য সরকার হাল ধরার চেস্টা করেছিলেন। কিন্তু তারাও টিকে থাকতে পারেননি। ৮ উইকেট হারিয়ে চেপে আছেন টাইগাররা। তবে শত চাপ থাকলেও জয়ের নেশায় একাই বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

এ রিপোর্ট লেখা পজন্ত ৮ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ৪৫ আর তাসকিন ১৩ রান নিয়ে।

প্রাথমিক বিপর্যয়ের পর সাকিবের সাথে সৌম্য সরকার ৭৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।  ১১ রানে ৩ উইকেটের পতন হওয়ার পর তারা হাল ধরেন।

এর আগে তামিম ইকবাল (৪৪), সাব্বির রহমান (০), মুশফিকুর রহীম (০), সৌম্য সরকার (৩৮), মোসাদ্দেক হোসেন (৯), মাহমুদুল্লাহ (৭) বিদায় নিয়েছেন।

কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের জন্য ২৮১ রানের টার্গেট দেয় স্বাগতিক শ্রীলঙ্কা টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে লঙ্কানরা।

শ্রীলঙ্কার পক্ষে কুশাল মেন্ডিস ৫৪, থিসারা পেরেরা ৪০ বলে ৫২ ও অধিনায়ক উপুল থারাঙ্গা ৩৫ রান করেন।  বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩টি ও মুস্তাফিজুর রহমান ২টি উইকেট নেন।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে