শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৬:৪৯:৪৮

পাঁচ টাইগার ব্যাটসম্যানের জন্য আজ শ্রীলংকার কাছে বাংলাদেশ হেরেছে

পাঁচ  টাইগার ব্যাটসম্যানের জন্য আজ শ্রীলংকার কাছে বাংলাদেশ হেরেছে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে একটা প্রচলিত শব্দ হলো ‘আনপ্রেডিক্টেবল’। যা এখন পর্যন্ত কেবলমাত্র পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে আসছে। কিন্তু আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশের যে ব্যাটিং দেখা গেল তাতে এই 'স্বীকৃতি’ না জুটলেও হতাশায় মুহ্যমান হতে হয়েছে। প্রথম ওয়ানডেতে তিনশতাধিক রানের পাহাড় গড়ে জয়; দ্বিতীয় ওয়ানডেতেও তিনশতাধিক রান চেজ করার হুমকি; আর শেষবেলায় ২৮১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে খেই হারিয়ে ফেলল মাশরাফিরা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭০ রানের দুর্দান্ত জয় তুলে নিল ভাঙা গড়ার মাঝে থাকা শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের জন্য টাইগারদের অপেক্ষা দীর্ঘ হলো।

মনে করুন তো, ওয়ানডেতে এমন বাংলাদেশকে শেষ কবে দেখা গেছে? পরিকল্পনা অনুযায়ী স্বাগতিকদের ৩০০ রানের নীচে আটকে ফেলা সম্ভব হয়েছিল বোলারদের কারণে। কিন্তু ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ রানেই গুরুত্বপূর্ণ ৩ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন অনেকদিন পর দলে ফেরা নুয়ান কুলাসেকারা। ৪ রানে ক্যাচ দিয়ে তামিম ইকবালের বিদায়ের পর বাজে শট খেলতে গিয়ে ০ রানে ফিরে যান সাব্বির রহমান। ১ রানের ব্যবধানে এলবিডাব্লিউয়ের শিকার হন 'মি. ডিপেন্ডেবল' খ্যাত মুশফিকুর রহিম। এই জোড়া ধাক্কা সামলানোর আগেই এলবিডাব্লিউ মুশফিকুর রহিম (০)! রিভিউ নিয়েও লাভ হয়নি কোনো। এরপরই দলের হাল ধরেন ওপেনার সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। তামিমের ৪, সাব্বিরের ০, মুশফিকের ০, মোসাদ্দেকের ৯ ও মাহমুদুল্লাহর ৭ রানের জন্য মূলত আজ শ্রীলংকার কাছে বাংলাদেশে হেরেছে।

আশাকে হতাশায় পরিণত করে আরও একবার উইকেটে থিতু হয়ে আউট হলেন সৌম্য সরকার। ৩ উইকেট পতনের পরও তার ব্যাটে দেখা যাচ্ছিল স্ট্রোকের ফুলঝুড়ি। মনে হচ্ছিল বিপদ কেটে গেছে। চতুর্থ উইকেটে জুটিও হয়ে গেছে ৭৭ রানের। কিন্তু সেই মুহূর্তে দিলরুয়ান পেরেরার বলে ৪৪ বলে ৩ চার ১ ছক্কায় ৩৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিলেন সৌম্য। তবে স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৫৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব আল হাসান। তার কিছু পরেই দলীয় ১১১ রানে বোল্ড হয়ে যান মোসাদ্দেক (৯)। সাকিবও ৫৪ রান করে উইকেটে থাকার আর প্রয়োজন বোধ করলেন না। দিলরুয়ান পেরেরার বলে বাজে শটে আউট হওয়ার সাথে ৬ষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। রিয়াদ ফিরলেন ৭ রানে। তারপর হাফ সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজের (৫১) লড়াইটা কেবলই পরাজয়ের ব্যবধান কমাল। সর্বোচ্চ ৪ উইকেট নিলে নুয়ান কুলাসেকারা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ নম্বর ব্যাটসম্যান থিসারা পেরেরার ব্যাটিং তাণ্ডবে ৯ উইকেটে ২৮০ রান তোলে স্বাগতিকরা। দাপুটে ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৭৬ রান আসার পর কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে ৩৪ রান করে মাহমুদ উল্লাহ রিয়াদের তালুবন্দি হলেন দানুশকা গুনাথিলাকা। স্বল্প সময়ের ব্যবধানে অসাধারণ এক ডেলিভারিতে বিপজ্জনক উপুল থারাঙ্গাকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। দিনেশ চান্দিমালও ৩৫ বলে ২১ রান করে মুশফিকের ক্ষিপ্রতায় রান আউট হয়ে যান। এরপর বদলি ফিল্ডার শুভাগতর থ্রোতে সেই মুশফিকের নৈপূণ্যে রানআউটের স্বাদ পান শ্রীবর্ধনা (১২)।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ৫৪ রানেই মুস্তাফিজের অফ কাটারে মুশফিকের হাতে ধরা পড়ে থামতে হয় তাকে। নিয়মিত উইকেট হারানোর মাঝে দলের হাল ধরেন ৭ নম্বরে ব্যাট করতে নামা থিসারা পেরেরা। তার ৪০ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৫২ রানের ঝোড়ো ইনিংস থামে মাশরাফির বলে তাসকিনের তালুবন্দী হয়ে। ৮ম উইকেটে জুটি হয় ৪৫ রানের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২ উইকেট নিয়েছেন ফর্মে ফেরার চেষ্টায় থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
০১ এপ্রিল ২০১৭/এটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে