শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৭:৩৪:৫৫

ম্যাচ হেরে বুকভরা কষ্ট নিয়ে যা বললেন মাশরাফি

ম্যাচ হেরে বুকভরা কষ্ট নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: জিতলে ইতিহাস রচিত হতো আর হারলে সিরিজে সমতা।  কিন্তু বাংলাদেশের চোখে জয় ভিন্ন অন্য কোন কিছুই ছিল না।  শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় অধরাই থেকে গেল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭০ রানে হেরেছে বাংলাদেশ।  ১-১ সমতায় থেকেই ওয়ানডে সিরিজ শেষ হলো।  কিন্তু ২৮১ রানের লক্ষ্য কি খুব বেশি ছিল বাংলাদেশের জন্য?

ম্যাচ হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বুকভরা কষ্ট নিয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন, ২৮০ লক্ষ্য তাড়া করা এই পিচে অবশ্যই সম্ভব। কিন্তু আমরা পারি নি।

প্রথম ১০ ওভারে বল শ্রীলঙ্কার কোন উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে উড়ন্ত সূচনা পায় দলটি।  অন্যদিকে ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ ওভারের ভেতরেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।  মাশরাফিও মনে করেন প্রথম দশ ওভারই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

‘আমরা প্রথম দশ ওভারেই ম্যাচ হেরে গিয়েছি। আজকের ম্যাচের জন্য আমাদের উপর কোন চাপ ছিল না।’ হার থেকে শিক্ষা নিয়ে সামনেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো করার কথাও জানান মাশরাফি। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ এবং ৬ এপ্রিল।
০১ এপ্রিল ২০১৭/এটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে