শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৭:৫২:৪৮

০১৭৪০৯ ব্যাট করতে নেমে এভাবেই গ্রামীণফোন নাম্বার সৃষ্টি করলেন ৬ টাইগার

০১৭৪০৯ ব্যাট করতে নেমে এভাবেই গ্রামীণফোন নাম্বার সৃষ্টি করলেন ৬ টাইগার

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে প্রথম বারের মত একদিনের ক্রিকেটে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। সিরিজ নির্ধারণী ম্যাচের স্বাগতিকদের কাছে ৭০ রানে হেরে গেছে  মাশরাফিরা।

এ ম্যাচে ব্যাট করতে ক্রিজে নেমে ০১৭৪০৯ এভাবে রান করেই গ্রামীণফোন নাম্বার সৃষ্টি করেছেন টাইগার দলের ৬ ব্যাটসম্যান। তারা হলেন সাব্বির রহমান (০), মুস্তাফিজুর রহমান (১), মাহমুদুল্লাহ রিয়াদ (৭), তামিম ইকবাল (৪), মুশফিকুর রহিম (০), ও মোসাদ্দেক হোসেন সৌকত (৯)।

শ্রীলঙ্কার দেওয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করে সাকিব-সৌম্য। এই জুটিতে আসে ৭৭ রান। দলীয় ৮৮ রানের মাথায় বিদায় নেন সৌম্য। ব্যক্তিগত ৩৮ রান করে ফেরেন তিনি। তার ৪৪ বলের ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কার মার। দিলরুয়ান পেরেরার বলে উইকেটের পেছনে ধরা পড়েন সৌম্য। এরপর অর্ধশতক করে সাজঘরে ফিরে গেছেন সাকিব। তিনি ৬২ বল খেলে ৫৪ রান করেন।

সাকিব আল হাসানের পরপরই সাজঘরে ফিরেছেন আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। লাকমালের বলে চান্ডিমালের তালুবন্দী হয়ে ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন রিয়াদ।

ম্যাচ জয়ের আশা প্রায় শেষ। চেষ্টা কেবল ব্যবধান কমানোর। মেহেদী হাসান মিরাজের সঙ্গে কিছুক্ষণ লড়াইয়ের পর মাশরাফি বিন মুর্তজাও ফেরেন। প্রসন্নর ফ্লাইটে বেশ জোরেই ড্রাইভ করেছিলেন মাশরাফি। কিন্তু ফিরতি বল হাতে জমিয়ে ফেলেন প্রসন্ন। দুই চারে ১৬ রান করে ফিরলেন মাশরাফি।

এরপর তাসকিনকে নিয়ে দল এগিয়ে নিয়ে যান মিরাজ। নিজের প্রথম অর্ধশতকও পূর্ণ করেন। এরপরই সাজঘরে আশার প্রদীপ। কুলাসেকারা বলে থারাঙ্গার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। এরপরই আউট হন ১৪ রান করা তাসকিন। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শ্রীলংকার রাজধানী কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া ম্যাচে টস জিতে সিরিজ জয় করতে আগে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া থিসারা পেরেরা করেন ৫২ রান।

বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মুর্তজা ৬৫ রানে ৩টি, মোস্তাফিজুর রহমান ৫৫ রানে ২টি এবং মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ যথাক্রমে ৪৯ ও ৫০ রানের বিনিময়ে ১টি করে উইকেট নেন।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৯০ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল টাইগাররা। এই ম্যাচটি জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিত মাশরাফিরা। কিন্তু হেরে যাওয়ায় টেস্টে সিরিজের মত ওয়ানডে সিরিজেও সমতায় থাকল দুই দল।
০১ এপ্রিল ২০১৭/এটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে