শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:১৬:৩৮

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের টি-২০ দল ঘোষণা, থাকছে নতুন চমক

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের টি-২০ দল ঘোষণা, থাকছে নতুন চমক

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ শেষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ড্র হয়েছে ১-১ ব্যবধানে। এবার টিম বাংলাদেশের মিশন টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের ঘোষিত সে স্কোয়াডে নতুন চমক সাইফউদ্দিন।

যুব টাইগার দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে অনেকেই বলেন বাংলাদেশের ‘আফ্রিদি’। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি যেমন তার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোল্ড আউট করে দুই হাত দুই দিকে প্রসারিতে করে দাঁড়িয়ে যায়। বাংলাদেশি সাইফউদ্দিনও উইকেট পেলেই দুই হাত দুই দিকে প্রসারিতে করে উদ্‌যাপনটা তেমনই করেন। তাই অনেকেই সাইফউদ্দিনকে বাংলাদেশি ‘আফ্রিদি’ নামে ডাকেন।

যুব টাইগার দলের পেস বোলিং অলরাউন্ডার সেই (আফ্রিদি) সাইফউদ্দিনকে এবার ডাকা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। সাইফউদ্দিন ২০১৫ সালে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আর সম্প্রতি এমার্জিং এশিয়া কাপেও দারুণ পারফরম করেছেন সাইফ। তিন ম্যাচে সাত উইকেট ছাড়াও ব্যাটিংয়ে করেছেন ৬৮ রান।  

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও সাইফউদ্দিন।

০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে