শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:২৩:৩৫

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়তে পারেন ওয়ার্নার

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়তে পারেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: চলতি বছর আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার জোর সম্ভাবনা আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। যদি অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসেও তবে অজি স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

চোট কিংবা বিশ্রামের জন্য নয়; ওয়ার্নার দল থেকে বাদ পড়তে পারেন এশিয়ার মাটিতে তার বেহাল রান গড়ের জন্য। সর্বশেষ তিন টেস্ট সিরিজে তার রান গড় মাত্র ২৩ যার মধ্যে দুটি সিরিজ আবার শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপরীতে ভালো না করতে পারায় ভারত সফরে নেয়া হয়নি ফর্মে থাকা ব্যাটসম্যান উসমান খাজাকে। আর ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশের বিপক্ষে সমানতালে ব্যর্থ ওয়ার্নার। সেই হিসেবে বাংলাদেশের স্পিনিং উইকেটে বাদ পড়তে পারেন তিনি। ভারতে দারুণ করা ম্যাট রেনশোর উদ্বোধনী সঙ্গী হতে পারেন শন মার্শ।

ঘূর্ণি উইকেট সাজিয়ে ইংল্যান্ডের বিপরীতে সাফল্য পেয়েছিলেন টাইগার বোলাররা। তাই অজিদের বিপক্ষেও এমন কৌশল সাজাতে পারে মুশফিক বাহিনী এমন আশংকায় ওয়ার্নারকে নাও আনতে পারে তারা।

নিরাপত্তা ইস্যুতে ২০১৫ সালে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একটি সফল সিরিজ আয়োজন করে বিসিবি। সেই ফলশ্রুতিতে ২০১৭ সালের আগস্টে বাংলাদেশে আসার আগ্রহ জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে অবশ্য শুধু ওয়ানডে খেলতে চায় তারা কিন্তু অজিদের বিপক্ষে টেস্ট খেলার ব্যাপারে অনড় বিসিবি।-চ্যানেল আই
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে