শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:৫৪:০৫

টাইগার দলে ডাক পেলেন নতুন এক অলরাউন্ডার

টাইগার দলে ডাক পেলেন নতুন এক অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের ঘোষিত সে স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন যুব দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের পরিচয় একজন অলরাউন্ডার হিসেবে। বোলিংয়ের কাজটা করেন; পারেন সপাটে ব্যাট চালাতেও। ইমার্জিং কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন তিনি। আজ যে ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে হেরে গেছে, ওই ম্যাচে খেলেছেন সাইফউদ্দিন। ব্যাট হাতে করেছেন ৩৭ রান। বল হাতে ৮ ওভারে দুটি মেডেনসহ ৪৫ রান দিয়ে একটি উইকেটও লাভ করেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচ খেলেছেন সাইফউদ্দিন। ৪৮টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান যোগ করেছেন নামের পাশে। ঘরোয়া লিগে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পকেটে পুরেছেন ৯ উইকেট। রান করেছেন ২২; যার মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৮* রানের ইনিংস! এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ২০ বছর বয়সী এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি স্কোয়াড: তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সাঞ্জামুল ইসলা, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন।
০১ এপ্রিল ২০১৭/এটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে