শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৯:৫৮:৩৩

ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুর্ভাগ্যজনক আউট এটি

ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুর্ভাগ্যজনক আউট এটি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের শতাধিক বছরের ইতিহাসে বহু ব্যাটসম্যানই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। কিন্তু আজ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে যেভাবে আউট হলেন শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, সেভাবে বোধহয় অন্য কোনও ব্যাটসম্যান আউট হননি। দ্বিতীয় রান নেওয়ার সময় ক্রিজে ঢুকে গিয়েও, উইকেটকিপার মুশফিকুর রহিম বেল ফেলে দেওয়ার মুহূর্তে শূন্যে থাকায় রান আউট হলেন চান্দিমাল।

তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে থেকে এই ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শ্রীলঙ্কা। ২১ রান করেছেন চান্দিমাল। এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে হারাতে থাকে বাংলাদেশ।

শেষপর্যন্ত ২১০ রানে অলআউট হয়ে যায় মাশরাফি মোর্তাজার দল। শাকিব আল হাসান ৫৪ ও মেহেদি হাসান মিরাজ ৫১ রান করেও দলকে জেতাতে পারেননি। চান্দিমাল এভাবে আউট হওয়ার জন্য হতাশ হলেও, তাঁর দল সিরিজে সমতা ফেরাল।
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে