শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ১০:৩৭:৩২

ভালো খেলেও আবারও উপেক্ষিত নাসির, জায়গা পায়নি টাইগার দলে

ভালো খেলেও আবারও উপেক্ষিত নাসির, জায়গা পায়নি টাইগার দলে

স্পোর্টস ডেস্ক: এশিয়া ইমার্জিং ক্রিকেট কাপে ভালো করেও জাতীয় দলে সুযোগ পেলেন না অলরাউন্ডার নাসির হোসেন। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পাননি নাসির হোসেন।

ইমার্জিং টিম এশিয়া কাপে আজ সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই আসরে চারটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ১৫৪ রান করেছেন নাসির হোসেন। বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।

বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ইমার্জিং টিম এশিয়া কাপের আসর। এই আসরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুমিনুল হক। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাসির হোসেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ‘নাসির ও মুমিনুলকে আবারো সীমিত ওভারের ম্যাচে ফেরাতে চাই। ওদেরকে জাতীয় দলে নিতেই ইমার্জিং কাপের দায়িত্ব দেয়া হয়েছে।’

কিন্তু আজ বিসিবি যে দল ঘোষণা করেছে তাতে এই দুইজনের কেইউ জায়গা পাননি। তবে, টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও দীর্ঘদিন ধরে জাতীয় দলে উপেক্ষিত নাসির হোসেন। তিনি সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে ম্যাচ খেলেছেন গত বছরের ১২ অক্টোবর।
০১ এপ্রিল ২০১৭/এটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে