রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০২:৫০:২৮

মুশফিককে বাদ দেয়া ছিলো ভুল: পাপন

মুশফিককে বাদ দেয়া ছিলো ভুল: পাপন

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকা সফরে মুশফিকুর রহিমকে উইকেটের পেছন থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
 
রোববার শ্রীলংকায় বাংলাদেশের টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিসিবি সভাপতি বলেন, 'উইকেটের পেছনে থেকে মুশফিককে সরিয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল।'
 
এরআগে টাইগারদের চলতি শ্রীলংকা সফরে টিম ম্যানেজমেন্টের ইচ্ছায় প্রথম টেস্ট ম্যাচে উইকেটের পেছন থেকে সরে দাঁড়াতে হয়েছিল টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার স্থলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলেন লিটন দাস।
তবে ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার থাকা মুশফিক বিষয়টি সহজে মেনে নেননি। তবে এ বিষয়ে তেমন কোনো মন্তব্যও করেননি মুশফিক। গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, 'ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত দিয়েছে, সেটা তো মানতেই হবে।

আর দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত মেনে নেব।' অবশ্য বাংলাদেশের শততম টেস্টেই আবারও উইকেটের পেছনে দাঁড়ান মুশফিক। বাংলাদেশের হয়ে একশ'র বেশি ডিসমিসালের মালিক মুশফিক।
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে