রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৪:২৪:৫২

অবশেষে ক্রিকেটারদের পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত বিসিবির!

অবশেষে ক্রিকেটারদের পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত বিসিবির!

স্পোর্টস ডেস্ক: মৃত্যু উপত্যকা পাকিস্তানে পৃথিবীর কোনো দেশ খেলতে যায় না। কেবল খর্বশক্তির জিম্বাবুয়ে গিয়েছিল। অনেকদিন ধরেই দেশটি বাংলাদেশের পেছনে তদবির করে যাচ্ছে। মামলা-জরিমানারও হুমকি দিয়েছে। এমতাবস্থায় দুই দিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান যাচ্ছে না। তবে আজ জানা গেল, মাশরাফিরা না গেলেও পাকিস্তানে একটি বয়সভিত্তিক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি!

আজ রবিবার কলম্বোতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং লঙ্কান ক্রিকেট প্রধান থিলাঙ্গা সুমাথিপালার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন পাকিস্তান ক্রিকেট প্রধান শাহরিয়ার খান। তবে কথা থাকলেও ভারতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না সেই সভায়। সভাশেষে হাসিমুখে তিনি সাংবাদিকদের বলেন, "হাই পারফর্মেন্স টিম পাকিস্তানে পাঠাতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! বিনিময়ে আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল। "

শাহরিয়ার খান 'হাই পারফর্মেন্স টিম' এর কথা বললেও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সেটা বলেননি। তিনি বলেছেন বয়সভিত্তিক দলের কথা। পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য জাতীয় দল পাঠাতে রাজি হয়নি বিসিবি। তবে হাল না ছেড়ে শাহরিয়ার খান বলেছেন, "বাংলাদেশ এখনো জাতীয় দল পাঠাতে প্রস্তুত নয়। তবে দুই দেশ একমত হলে আমরা হয় বাংলাদেশে নয়তো তৃতীয় কোনো দেশে খেলব। আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেও বেছে নিতে পারি। তবে এটা বলতে পারি একটা সফর হতে যাচ্ছে। "

এ ছাড়াও বৈঠকে আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। হোম সিরিজ না খেলে বাংলাদেশে এসে সিরিজ খেলায় এর লভ্যাংশ দাবি করেছিল পিসিবি। তাই অতীতে বাংলাদেশ একবার পাকিস্তানকে ৩ লাখ ডলার দিয়েছিল বাংলাদেশে সফরের জন্য। জুলাইয়ে যদি আবারও তারা বাংলাদেশ সফরে আসে তবে পাওনাদির বিষয় কী হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সভায় আলোচনা হয় এশিয়া কাপ এবং আইসিসির নতুন প্রস্তাবিত সংবিধান নিয়েও।
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে