রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৭:০৫:৪৬

হায়দরাবাদের সর্বকালের সেরা একাদশে মুস্তাফিজ জায়গা পেলেন না যে কারণে

হায়দরাবাদের সর্বকালের সেরা একাদশে মুস্তাফিজ জায়গা পেলেন না যে কারণে

স্পোর্টস ডেস্ক: গত আইপিএলে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।  হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ও।  কিন্তু সেই মুস্তাফিজের কিনা স্থান হয়নি হায়দরাবাদের সর্বকালের সেরা একাদশে!

ভারতের স্পোর্টসকিডা নামের একটি ওয়েবসাইট ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে হায়দরাবাদের হয়ে বিভিন্ন সময়ে খেলা দেশী-বিদেশি খেলোয়াড়দের ওপর জরিপ করে সর্বকালের সেরা দল সাজিয়েছে।  ২০১৩ সালে ডেকান চারজার্স থেকে পরিবর্তিত হয়ে সানরাইজার্স হায়দরাবাদ নাম নেয় দক্ষিণ ভারতের দলটি।  

২০০৯ সালে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের অধীনে আইপিএলের প্রথম শিরোপা জিতে ডেকান।  তাই সর্বকালের সেরা দলটির সবার উপরে স্থান গিলক্রিস্টের।  তারপরের স্থানটাই মোস্তাফিজের আইপিএল অধিনায়ক ডেভিড ওয়ার্নারের।

সেরা একাদশে চারজন বিদেশী এবং সাতজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন। মুস্তাফিজের স্থানে সেখানে ঠাঁই পেয়েছেন সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইন।

গত আসরে মোহনীয় বোলিংয়ে আচ্ছন্ন করে রেখেছিলেন পুরো আইপিএল।  আসরের সেরা একাদশেও জায়গা হয়েছিল মুস্তাফিজের।  দিয়েছিলেন কোচ-অধিনায়কের আস্থার প্রতিদান।  তাই সর্বকালের সেরা একাদশে কেন স্থান পেলেন না কাটার মাস্টার সেই প্রশ্ন তুলতেই পারেন মুস্তাফিজ ভক্তরা?

হায়দরাবাদের সর্বকালের সেরা একাদশে মুস্তাফিজ যে কারণে জায়গা পাননি সেটারও ব্যাখ্যা দিয়েছে ভারতীয় স্পোর্টসকিডা নামের ঐ ওয়েবসাইটটি। তা থেকে বোঝা যায় মুস্তাফিজ এক মৌসুম খেলেছেন বলে হায়দরাবাদের সর্বকালের সেরা একাদশের তালিকায় জায়গা পাননি।
০২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে