রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৭:৩৬:৩২

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে: সুজন

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে: সুজন

স্পোর্টস ডেস্ক: সম্ভাবনা জাগিয়েও লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ জেতা হয়নি। একটি ম্যাচ বৃষ্টির পেটে। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারানোয় তিন ম্যাচ সিরিজে অবশ্য ড্র করা গেছে। তার আগে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ড্র।

এবার টি-টুয়েন্টির পালা। বাংলাদেশ সেখানে ছোট ফরম্যাটে জিতেই সফর শেষ করতে চায় বলে জানালেন খালেদ মাহমুদ সুজন। শেষ ওয়ানডের অনুজ্জ্বল পারফরম্যান্স নিয়ে হতাশা থাকলেও লঙ্কা সফরে টাইগারদের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি। সেটা ধরে রেখে টি-টুয়েন্টিতেও ভালো পারফরম্যান্সের আশা।

বিসিবির পরিচালক ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ বললেন, ‘সামনে আমাদের দুটি টি-টুয়েন্টি ম্যাচ রয়েছে। সেগুলোয় ভালো করে শ্রীলঙ্কা সফর শেষ করতে চাই। আমরা পেছনে তাকাতে চাই না। আমরা নিজেরাও জানি এবং খেলোয়াড়রাও বলেছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী তৃতীয় ওয়ানডেটা খেলতে পারেনি।’

টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ভালো করা প্রসঙ্গে সুজন বলেন, ‘টি-টুয়েন্টি সিরিজ নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়রা মাঠে সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব।’

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামী মঙ্গলবার প্রেমাদাসায় নামবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৬ এপ্রিল একই ভেন্যুতে।
০২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে