রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৮:০২:৪৯

মাশরাফি ভাই আমার অনুপ্রেরণা, আমি তাকে আদর্শ মানি: সাইফউদ্দিন

মাশরাফি ভাই আমার অনুপ্রেরণা, আমি তাকে আদর্শ মানি: সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: নির্বাচকরা সবুজ সংকেত দিয়ে রেখেছিলেন। শর্ত ছিল ইমার্জিং এশিয়া কাপে ভালো করলে আসবে জাতীয় দলে খেলার সুযোগ। ব্যাটে-বলে ভালো করেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি দলে এসেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাইফউদ্দিন বললেন, ‘ভাষায় প্রকাশ করার মতো নয়। জাতীয় দলে সুযোগ পাওয়া অনেক গর্বের।’

নিজের লক্ষ্য নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘যদি সুযোগ পাই আমার স্বাভাবিক খেলাই খেলব। যেখানেই খেলি চেষ্টা থাকে সেরা পারফর্ম করার। সেটা প্রিমিয়ার লিগ হোক, বিসিএল কিংবা এনসিএল হোক।’

সাইফউদ্দিনের আদর্শ মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়কের কাছ থেকে পান সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

বিপিএলে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছেন সাইফউদ্দিন। বেশ কয়েকটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল। বোঝাপড়াটাও তাদের মধ্যে বেশ।

সাইফউদ্দিন তাতেই পাচ্ছেন সাহস, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে বিপিএলে খেলেছি। এটা খুব কাজে দেবে। মাশরাফি ভাইয়ের অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে সেটা হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। মাশরাফি ভাই আমার অনুপ্রেরণা, আমি তার আদর্শ মানি’

গত বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর ছেলে সাইফউদ্দিন। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান। তারই ধারাবাহিকতায় আট জাতির আসর ইমার্জিং টিমস এশিয়া কাপে ভালো করে আসলেন জাতীয় দলে। এবার অভিষেকের অপেক্ষা। ৪ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
০২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে