রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৮:৪৩:২৯

আমরা কিন্তু মুস্তাফিজের আশা ছাড়ছি না, ৭ তারিখে সে হায়দাবাদে এসে পৌঁছবে: টম মুডি

আমরা কিন্তু মুস্তাফিজের আশা ছাড়ছি না, ৭ তারিখে সে হায়দাবাদে এসে পৌঁছবে: টম মুডি

স্পোর্টস ডেস্ক: চোট ঝুঁকি এড়াতে আর জাতীয় দলের হয়ে লম্বা মৌসুমের জন্য প্রস্তুত হতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলার পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ‘কাটার মাস্টার’ ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র পাবেন কিনা সেটি নিয়েও প্রশ্ন ছিল।

তবে গত মৌসুমে হায়দরাবাদকে প্রথম শিরোপা এনে দেওয়ায় ভূমিকা রাখা পেসারকে দ্রুতই পাওয়ার আশা করছেন টম মুডি। সানরাইজার্স কোচ জানিয়েছেন, ৭ এপ্রিলের মধ্যেই দলে যোগ দিতে পারেন ফিজ।

শুরুতে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ছিল এবারের আইপিএলে নাও খেলতে পারেন মুস্তাফিজ। শ্রীলঙ্কা সফরের মাঝে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে। তবে আইপিএলে খেলা নির্ভর করছে তার নিজের ওপর। এরপরই মুডির বরাতে খবর প্রকাশিত হলো।

যাতে দ্রুতই হায়দরাবাদের ডেরায় ফিজের দেখা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন মুডি, ‘আমরা কিন্তু ওর আশা ছাড়ছি না। আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্যও কারো কাছে পাইনি। আমাদের আশা এপ্রিলের ৭ তারিখের মধ্যেই সে এখানে এসে পৌঁছাবে। যদিও বিসিবির অন্য রকম বক্তব্য পেয়েছি। তারপরও আশা কিন্তু ছাড়ছি না।’

মুডির বক্তব্য ঠিক থাকলে শ্রীলঙ্কা সফর শেষেই ভারতের উদ্দেশ্যে প্লেন ধরতে পারেন মোস্তাফিজ। কিন্তু টাইগার পেসার আইপিএল খেলবেন কিনা সেটি নিয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি বিসিবির পক্ষ থেকে। বোর্ড প্রধানের ‘মোস্তাফিজের ইচ্ছার ওপর নির্ভর করছে’ কথাটুকু ছাড়া। শ্রীলঙ্কায় ৪ ও ৬ এপ্রিল হবে বাংলাদেশের দুটি টি-টুয়েন্টি। সেটা শেষ হতে হতেই আশা রাখা যায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
০২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে