রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৯:৪২:০৭

গোটা বাংলাদেশ ক্রিকেট টিমকে আইসিসির জরিমানা

গোটা বাংলাদেশ ক্রিকেট টিমকে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক: গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ হারের পর টাইগারভক্তদের একটি দুঃসংবাদের বার্তা দিয়ে আইসিসি। স্লো ওভাররেটের কারণে অধিনায়ক মাশরাফিকে এক নিষিদ্ধ করে আইসিসি। এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে বড় দুঃসংবাদ দেয় আইসিসি।

টাইগার নেতা মাশরাফি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েই শেষ নয়। তাকে জরিমানাও গুণতে হবে। কেবল তাকে নয়, গোটা বাংলাদেশ টিমকেও জরিমানা দিতে হবে। মন্থর ওভাররেটের কারণে আইসিসি এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে মাশরাফিকে।

নিষেধাজ্ঞার কথা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেল জরিমানার অঙ্কও।

অধিনায়ক ছাড়া দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০ শতাংশ। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ে ২ ওভার ঘাটতি ছিল বাংলাদেশের। শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭০ রানে হারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
০২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে