রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১০:২২:১৮

আসন্ন আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা বললেন মেন্টর লক্ষ্মণ

আসন্ন আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা বললেন মেন্টর লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ আইপিএলে খেলতে যেতে রাজি। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদও মুস্তাফিজের অপেক্ষায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে মুস্তাফিজ ফিট থাকলে তাকে আইপিএলে খেলতে যেতে ছাড়পত্র দেওয়া হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলের দশম আসরে খেলবেন কাটার মাস্টার। কিন্তু রোববার সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, মুস্তাফিজ যদি শেষ পর্যন্ত তারা নাও পায় তাতে সমস্যা নেই। কারণ মুস্তাফিজের বিকল্প খেলোয়াড় হায়দরাবাদের রয়েছে।

তিনি বলেন, ‘রশিদ খান হায়দরাবাদের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে, যেমনটা গেল বছর মুস্তাফিজ হয়ে উঠেছিল। রশিদ পাওয়ার প্লে ও মিডলে কার্যকর বোলিং করতে পারে। আফগান এই লেগ স্পিনারের উইকেট নেওয়ার সামর্থও রয়েছে।’

মুস্তাফিজের বিকল্প খেলোয়াড়ের বিষয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজ ফিট। তবে আমাদেরকে তার জন্য অপেক্ষা করতে হবে। কারণ, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডের একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। তবে আমাদের দলে মুস্তাফিজের বিকল্প আছে। নিলামে আমরা ভালো দুজন বোলারকে পেয়েছি। তারা হল ক্রিস জর্ডান ও বেন লাফলিন। তারা দুজনই ডেথ ওভারে ভালো বোলিং করতে পারে। দলের যেখানে যেমন প্রয়োজন সবকিছুই আমরা গুরুত্বসহকারে করেছি।’

০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে