রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১১:০০:১৮

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যান

টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে গতবছর বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে। ওই ম্যাচে ২৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের এটিই একমাত্র জয়।

এবার শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

একই ভেন্যুতে একই সময়ে আগামী ৬ এপ্রিল সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ শুরু হওয়ার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান সম্পর্কে জেনে নেয়া যাক।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পরিসংখ্যান

বাংলাদেশ:

মোট ম্যাচ: ৫টি

জয়: ১টি

হার: ৪টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ১৮১/৭

দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৮৩

ব্যক্তিগত সর্বোচ্চ রান: সাব্বির রহমান-১০৬ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: সাব্বির রহমান-৮০ রান

বেশি হাফ সেঞ্চুরি: এনামুল হক বিজয়-১টি ও সাব্বির রহমান-১টি

সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান-৬টি

বেশি ডিসমিসাল: মুশফিকুর রহিম-২টি
০২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে