বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৮:০৯:৩৭

শুরুতেই ৬ ওভারে ৭১ রান করলেন সৌম্য-কায়েস

শুরুতেই ৬ ওভারে ৭১ রান করলেন সৌম্য-কায়েস

স্পোর্টস ডেস্ক: কলম্বোতে বৃহস্পতিবার শেষ টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ। এ ম্যাচে খেলছেন না ড্যাসিং ওপেনার তামিম ইকবাল । অন্য কোনো কারণে নয়, কোমরের ইনজুরিতে ভুগছেন তামিম। তার জায়গায় একাদশে আছেন ইমরুল কায়েস। সৌম্যের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্বে আছেন তিনি।

মাশরাফির বিদায়ী ম্যাচ স্বরণীয় করে রাখতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ৬ ওভারে ৭১ রান করলেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। সৌম্য সরকার ৩৩ ও ইমরুল কায়েস ৩৪ রান করেছেন। এই রিপোর্ট লেখার সময় ব্যক্তিগত ৩৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার।

আজকের একাদশে আছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গুঞ্জন ওঠেছিল, এ ম্যাচে বাদ পড়ছেন তিনি। তার জায়গায় খেলবেন নুরুল হাসান সোহান। তবে শেষ পর্যন্ত মুশফিকের উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে এ ম্যাচ দিয়ে টি-২০ ফরম্যাটে অভিষেক হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। প্রথম ম্যাচেই তার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু শেষমেশ তাসকিনের উপরই আস্থা রাখা হয় সে ম্যাচে। কিন্তু ঐ ম্যাচে মোটেও ভালো বল করতে পারেননি তাসকিন। যার ফলে ডু অর ডাই ম্যাচে বাদ পড়লেন তাসকিন। এ পেসারের জায়গায় খেলছেন মিরাজ।

গত বছর দেশের মাটিতে টেস্ট অভিষেকে সবাইকে তাক লাগিয়ে দেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মিরাজ  নেন ১৯টি উইকেট। হন সিরিজ সেরাও। মিরাজের ওয়ানডে অভিষেক হয় হঠাৎ করেই। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক পড়ে তাঁর। প্রথম ম্যাচেই আলো ছড়ান তিনি। ১০ ওভার বল করে ৪৩ রান খরচায় নেন ২টি উইকেট।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, কুসল পেরেরা, সেকুগে প্রসন্ন, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে