বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৮:২৯:৩৯

১০ ওভারের আগেই বাংলাদেশের ১০০, ব্যাট করছেন সাকিব-সাব্বির

১০ ওভারের আগেই বাংলাদেশের ১০০, ব্যাট করছেন সাকিব-সাব্বির

স্পোর্টস ডেস্ক: ইমরুল কায়েস ও সৌম্য সরকার শুরুটা করেছিলেন দারুণ। ওপেনিং জুটিতে দুজন মিলে ৭১ রানের মধ্যে পার্টনারশীপ গড়েন। ইনিংসের সপ্তম ওভারে বোলার আসেলা গুনারত্নের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য সরকার। ১৭ বল খেলে চারটি চার ও দুইটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩৪ রান।

এরপর দলীয় ৭৮ রানে রান আউট হয়ে ফিরে যান ইমরুল কায়েস। ২৫ বল খেলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন তিনি করেন ৩৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ইমরুল কায়েসের এটি এক ইনিংসে সর্বোচ্চ রান। বিশ ওভারের ক্রিকেটে এর আগে তারা এক ইনিংসে সেরা রান ছিল ২২।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৭ রান। তবে ১০ ওভারের আগেই দলীয় ১০০ করেছিলেন টাইগাররা। এখন ব্যাটিংয়ে আছেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান।

আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার এটি শেষ ম্যাচ। গত ম্যাচে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই সিরিজ খেলেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিবেন।

গত ৪ এপ্রিল সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ যদি আজ জিততে পারে তাহলে সিরিজটি ১-১ ড্র হবে। আর শ্রীলঙ্কা জিতলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজটি জিতে নিবে।
০৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে